অস্ট্রেলিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|||||
নীতি বাক্য: নাই | |||||
জাতীয় সঙ্গীত: Advance Australia Fair Royal anthem: God Save the Queen |
|||||
রাজধানী | ক্যানবেরা | ||||
বড় শহর | সিডনী | ||||
রাষ্ট্রভাষা | ইংরেজি (de facto)১ | ||||
সরকার | সাংবিধানিক রাজতন্ত্র এলিজাবেথ ২ মাইকেল জেফরি জন হাওয়ার্ডd |
||||
স্বাধিনতা {{{ঘটনা}}} |
{{{ঘটনার_তারিখ}}} | ||||
ভূখন্ড - মোট - পানি (%) |
৭,৭৪১,২২০ বর্গকিলোমিটার; (৬তম) ২,৯৮৮,৮৮৮ বর্গ মাইল ১ |
||||
জনসংখ্যা - ২০০৬ হিসাবে - ২০০১ আদম_শুমারী - জনসংখ্যার ঘনত্ত্ব |
২০,৫৫৫,৩০০ (৫৩তম) ১৮,৯৭২,৩৫০
|
||||
জিডিপি (পিপিপি) - মোট - প্রতি এককে |
২০০৬ $৬৭৪.৯ বিলিয়ন (১৭তম) $৩০,৮৯৭ (১৪তম) |
||||
মানব উন্নয়ন সূচক (২০০৩) | ০.৯৫৫ (৩তম) – উচ্চ | ||||
মুদ্রা | ডলার (AUD ) |
||||
সময় স্থান | বিভিন্ন২ (ইউটিসি+৮–+১০) | ||||
ইন্টারনেট ডোমেইন | .au | ||||
দেশের কোড | +৬১ |
||||
জাতীয়তা | {{{জাতীয়তা}}} | ||||
১English does not have de jure official status (source) ২There are some minor variations from these three time zones, see Time in Australia |
অস্ট্রেলিয়া (ইংরেজি Australia; স্থানীয় উচ্চারণ আ-ধ্ব-ব-তে /ə.ˈstɹæɪ.ljə/, /ə.ˈstɹæɪ.liː.ə/ বা /ə.ˈstɹæɪ.jə/) একটি দ্বীপ-মহাদেশ। এটি এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। কাছের তাসমানিয়া দ্বীপ নিয়ে এটি কমনওয়েল্থ অফ অস্ট্রেলিয়া গঠন করেছে। দেশটির উত্তরে তিমুর সাগর, আরাফুরা সাগর, ও টরেস প্রণালী; পূর্বে প্রবাল সাগর এবং তাসমান সাগর; দক্ষিণে ব্যাস প্রণালী ও ভারত মহাসাগর; পশ্চিমে ভারত মহাসাগর। দেশটি পূর্ব-পশ্চিমে প্রায় ৪০০০ কিমি এবং উত্তর-দক্ষিণে প্রায় ৩৭০০ কিমি দীর্ঘ। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, কিন্তু ৬ষ্ঠ বৃহত্তম দেশ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। সিডনী বৃহত্তম শহর। দুইটি শহরই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত।
গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। এটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব সীমান্ত ধরে প্রায় ২০১০ কিমি জুড়ে বিস্তৃত। এটি আসলে প্রায় ২৫০০ প্রাচীর ও অনেকগুলি ছোট ছোট দ্বীপের সমষ্টি। কুইন্সল্যান্ডের তীরের কাছে অবস্থিত ফেয়ারফ্যাক্স দ্বীপ গ্রেট ব্যারিয়ার রিফের অংশ।
অস্ট্রেলিয়া ৬টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত - নিউ সাউথ ওয়েল্স, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া, ও পশ্চিম অস্ট্রেলিয়া। এছাড়াও আছে দুইটি টেরিটরি — অস্ট্রেলীয় রাজধানী টেরিটরি এবং উত্তর টেরিটরি। বহিঃস্থ নির্ভরশীল অঞ্চলের মধ্যে আছে অ্যাশমোর ও কার্টিয়ার দ্বীপপুঞ্জ, অস্ট্রেলীয় অ্যান্টার্কটিকা, ক্রিসমাস দ্বীপ, কোকোস দ্বীপপুঞ্জ, কোরাল সি দ্বীপপুঞ্জ, হার্ড দ্বীপ ও ম্যাকডনাল্ড দ্বীপপুঞ্জ, এবং নরফোক দ্বীপ।
অস্ট্রেলিয়ার প্রথম বসতিস্থাপক ছিল এখানকার আদিবাসী জাতিগুলি। এরা প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ বছর আগে দেশটিতে অভিগমন করে। ১৭শ শতাব্দীর আগ পর্যন্ত বহির্বিশ্বের কাছে দ্বীপটি অজানা ছিল। ১৭৮৮ সালে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনে প্রথম স্থায়ী উপনিবেশ সৃষ্টি করা হয়; এটি ছিল ব্রিটিশ কয়েদীদের উপনিবেশ। এটিই পরবর্তীতে বড় হয়ে সিডনী শহরে পরিণত হয়। ১৯শ শতক জুড়ে অস্ট্রেলিয়া এক গুচ্ছ ব্রিটিশ উপনিবেশ হিসেবে কাজ করত। ১৯০১ সালে এগুলি একত্র হয়ে স্বাধীন অস্ট্রেলিয়া গঠন করে।
|
---|
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
---|
অস্ট্রেলিয়া • কিরিবাতি • টুভালু • পূর্ব টিমোর • টোঙ্গা • নাউরু • নিউজিল্যান্ড • পাপুয়া নিউগিনি • পালাউ • ফরাসি পলিনেশিয়া • ফিজি • ভানুয়াটু • মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য • মার্শাল দ্বীপপুঞ্জ • সলোমন দ্বীপপুঞ্জ • সামোয়া |