কেপ ভের্দি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
República de Cabo Verde
কেপ ভের্দি প্রজাতন্ত্র
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
জাতীয় সঙ্গীত Cântico da Liberdade |
||||||
রাজধানী | প্রাইয়া _type:country(৪,০৩৩) 14°55′N 23°31′W ] |
|||||
বৃহত্তম নগরী | রাজধানী | |||||
রাষ্ট্রভাষা (সমূহ) | পর্তুগিজ | |||||
স্বীকৃত আঞ্চলিক ভাষাসমূহ | কেপ ভের্দি ক্রেওল ভাষা | |||||
সরকার | প্রজাতন্ত্র | |||||
- | রাষ্ট্রপতি | পেদ্রো পিরেজ | ||||
- | প্রধানমন্ত্রী | হোসে মারিয়া নেভেস | ||||
স্বাধীনতা | পর্তুগাল থেকে | |||||
- | স্বীকৃত | জুলাই ৫ ১৯৭৫ | ||||
আয়তন | ||||||
- | মোট | ৪,০৩৩ বর্গকিমি (১৭২তম) ১,৫৫৭ বর্গমাইল |
||||
- | জলভাগ (%) | নগণ্য | ||||
জনসংখ্যা | ||||||
- | জুলাই ২০০৬ আনুমানিক | ৪২০,৯৭৯ (১৬৫তম) | ||||
- | ২০০৫ আদমশুমারি | ৫০৭,০০০ | ||||
- | ঘনত্ব | ১২৬ /বর্গকিমি (৭৯তম) ৩২৬ /বর্গমাইল |
||||
মোট আভ্যন্তরীণ উৎপাদন (মুদ্রার ক্রয়ক্ষমতা) | ২০০৫ আনুমানিক | |||||
- | মোট | ৩.০৫৫ বিলিয়ন মার্কিন ডলার (১৫৮তম) | ||||
- | মাথাপিছু | ৬,৪১৮ মার্কিন ডলার (৯২তম) | ||||
মানব উন্নয়ন সূচক (২০০৪) | ০.৭২২ (মধ্যম) (১০৬তম) | |||||
মুদ্রা | কেপ ভের্দীয় এসকুডো (সিভিই ) |
|||||
সময় স্থান | সিভিটি (ইউটিসি-১) | |||||
- | গ্রীষ্মকালীন (ডিএসটি) | পর্যবেক্ষণ করা হয়নি (ইউটিসি-১) | ||||
ইন্টারনেট টিএলডি | .সিভি | |||||
কলিং কোড | +২৩৮ |
কেপ ভের্দি (পর্তুগিজ ভাষায়: Cabo Verde, কাবু ভের্দি, আ-ধ্ব-ব:['kabu 'veɾdɨ]) আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের নিকটে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের ম্যাক্রোনেশিয়া বাস্তু-অঞ্চলের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। পঞ্চদশ শতকে পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করে বসতি স্থাপন করে। এর আগে এখানে কোন মানব বসতি ছিল না।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
১৪৬০ সালে পর্তুগিজদের আগমনের পূর্বে কেপ ভের্দিতে কোন মানব বসতি ছিলনা। তারা ১৪৬০ সালে এই দ্বীপটিকে তাদের সাম্রাজ্যের অধীনে আনে। অবস্থানগত দিক থেকে আফ্রিকার উপকূলে হবার কারণে কেপ ভের্দি প্রথমে একটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্র, চিনি উৎপাদন কেন্দ্র এবং পরবর্তীতে দাস ব্যাবসায়ের প্রধান কেন্দ্রে পরিণত হয়।
১৯৭৫ সালে পর্তুগালের সাথে গিনি-বিসাউ জঙ্গলে দীর্ঘ এক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে কেপ ভের্দি। স্বাধীনতা অর্জনের জন্য মূলত "দ্য আফ্রিকান পার্টি ফর দা ইন্ডিপেন্ডেন্স অভ গিনি-বিসাউ অ্যান্ড কেপ ভের্দ" এর অবদান সবচেয়ে বেশি ছিল। স্বাধীনতার পর "আফ্রিকান পার্টি ফর দা ইন্ডিপেন্ডেন্স অভ গিনি-বিসাউ অ্যান্ড কেপ ভের্দ" গিনি-বিসাউ ও কেপ ভের্দকে একত্রিত করে একটি দেশে পরিণত করবার চেষ্টা করে যেহেতু তারা নিজেরাই দুইটি অঞ্চলকে নিয়ন্ত্রণ করছিলো। ১৯৮০ সালে একটি সামরিক অভ্যুত্থানের ফলশ্রুতিতে এই পরিকল্পনা ধূলিস্যাৎ হয়ে যায়। পরবর্তীতে আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেনডেন্স অফ কেপ ভের্দি সৃষ্টি হয়। ১৯৯১ সালের গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই দলের শাসনের অবসান ঘটে। এই নির্বাচনে 'মুভিমেন্তো প্যারা অ্যা ডেমক্রাসিয়া জয় লাভ করে। এরা ১৯৯৬ আবার নির্বাচিত হয়। দীর্ঘ ১০ বছর পর আবার ২০০১ সালে আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেনডেন্স অফ কেপ ভের্দি নির্বাচিত হয়, ২০০৬ সালে এইদল আবার নির্বাচিত হয়।
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
পূর্ব আফ্রিকার ১৫.০২(দ) ২৩.৩৪(পূ) এ কেপ ভের্দি দ্বীপপুঞ্জ অবস্থিত । ১০ টি বড় দ্বীপ এবং ৮ টি ছোট দ্বীপের সমন্বয়ে কেপ ভের্দি গঠিত। প্রধান দ্বীপগুলো হলোঃ
- বার্লাভেন্তো (দক্ষিন দ্বীপগুলোর মধ্যে)
- সান্টো আন্টাও
- সাও ভিসেন্টে
- সান্টা লুজিয়া
- সাও নিকোলাউ
- সাল
- বোয়া ভিস্তা
- সোতাভেন্তো
- মাইয়ো
- সান্টিয়াগো
- ফগো
- ব্র্রভা
এর মধ্যে শুধুমাত্র সান্তা লুসিয়া এবং আর ৫ টি জনশূন্য। বর্তমানে এগুলোকে প্রাকৃতিক সম্পদ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। সবগুলো দ্বীপে আগ্নেয়গিরি থাকলেও শুধু মাত্র ফোগোতেই অগ্ন্যুৎপাত ঘটে।
[সম্পাদনা] সংস্কৃতি
কেপ ভের্দির সংস্কৃতি মূলত আফ্রিকান এবং পর্তুগিজ বংশদ্ভুত। মোরনা এবং কিজম্বা নামক সংগীত এবং নানারকম নাচের জন্য এই অঞ্চল বিখ্যাত।