লিউকিমিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিউকিমিয়া (ইংরেজি ভাষায়: Leukemia বা leukaemia) রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার। অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার, সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি। রোগটির নামই হয়েছে এর থেকে- লিউক~ অর্থাৎ সাদা, হিমো~ অর্থাৎ রক্ত। রক্তে ভ্রাম্যমান এই শ্বেত রক্ত কণিকাগুলি অপরিণত ও অকর্মণ্য। এবং রক্ত উৎপাদনকারী অস্থিমজ্জার মধ্যে এদের সংখ্যাধিক্যের ফলে স্থানাভাবে স্বাভাবিক রক্তকণিকা উৎপাদন ব্যাহত হয়। তবে সব লিউকিমিয়াতেই যে শ্বেত কণিকার সংখ্যাধিক্যই দেখা যাবে তা নয়। কোন কোন ক্ষেত্রে অ্যালিউকিমিয়া অর্থাৎ শ্বেত কণিকার স্বল্পতা বা সাব-লিউকিমিয়া অর্থাৎ প্রায় স্বাভাবিক সংখ্যার শ্বেত কণিকা দেখা যেতে পারে (যেমন "হেয়ারি সেল লিউকিমিয়া" নামের একটি লিউকিমিয়াতে বহুল ভাবে দেখা যায়)। কাজেই সংখ্যা দিয়ে নয়, রক্তকণিকার অস্বাভাবিকতার ফলেই এই রোগ হয়।
স্বাভাবিক রক্ত উৎপাদন ব্যাহত হবার ফলে নানা রকম রক্তকণিকার অভাবজনিত উপসর্গ দেখা দেখা দেয়- যেমন:
- অণুচক্রিকার অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় ও স্বল্প চোটে রক্তপাত হতে থাকে:
- চামড়ার নীচে কালো রক্ত জমা ছোপ দেখা জেতে পারে।
- মাড়ি ফুলে থাকতে পারে।
- চোখের সাদা অংশে লাল জমাট বাঁধা রক্ত দেখা যেতে পারে।
- শ্বেত রক্ত কণিকার অভাবে নান রকম সংক্রামক ব্যাধি হতে পারে:
- জ্বর, কাঁপুনি ইত্যাদি
- নানা জায়গায় পুঁজ যুক্ত ক্ষত হওয়া।
- লোহিত কণিকার অভাবে রক্তাল্পতা (অ্যানিমিয়া) হতে পারে:
- দুর্বলতা, হৃৎকম্প, শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে
- যকৃৎ ও প্লীহা বৃদ্ধি পেতে পারে।
- হাড়ে চাপ দিলে ব্যাথা অনুভব হতে পারে।