উইকিপেডিয়া:সম্প্রদায়ের প্রবেশদ্বার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূচিপত্র |
[সম্পাদনা] উইকিপিডিয়ান সম্প্রদায়ের খবর
[সম্পাদনা] উইকিপিডিয়ার জন্য ছবি আহবান
উইকিপিডিয়ান রাগিব হাসান ব্লগে উইকিপিডিয়ার জন্য ছবি আহবান করে একটি ব্লগ লিখলে আগ্রহী বেশ কয়েকজন ব্লগার তাদের ছবি উইকিপিডিয়ানদের কাছে পাঠিয়েছেন যা উইকিমিডিয়া কমন্সে [[Category:Bangladesh]] এ আপলোড করা হয়েছে।
ছবি পাঠানোর পদ্ধতি
আপনার নিজের তোলা ছবি পাঠিয়ে দিন wikiphotos@bdosn.org এই ঠিকানায়। ইমেইলের মধ্যে I release the photos under GNU Free Documentation License এই বাক্যটি দিয়ে দিবেন, আর ছবিগুলোর সংক্ষিপ্ত এক দুই বাক্যের বর্ণনা দিয়ে দিবেন। ব্যাস। বাকিটা বাংলা উইকিপিডিয়ার কর্মীরা দেখবে।
উল্লেখ্য, ছবির বর্ণনা পাতায় ফটোগ্রাফার হিসাবে আপনার নাম/ক্রেডিট সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে।
(খেয়াল রাখবেন, কেবল নিজের তোলা ছবিই দেয়া যাবে ...)
[সম্পাদনা] হ্যাক ফিস্ট'০৮ এ উইকিপিডিয়া
বক্তব্যরত বেলায়েত, |
মঞ্চে বেলায়েত, মাহে আলম খান |
গত ১৮ই জানুয়ারি ২০০৮ এ বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম হ্যাক ফিস্ট'০৮ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সেমিনার পর্বে উইকিপিডিয়া সম্পর্কে বক্তব্য রাখেন উইকিপিডিয়ান বেলায়েত, তাকে সাহায্য করেন মাহে আলম খান। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধানসহ প্রায় ১২০জন ছাত্র এবং ছাত্রী।
[সম্পাদনা] ঢাকার মিরপুরে ছবি তোলা অভিযান
এবারের উইকি আড্ডাগুলোতে ছবি তোলার দিকে বিশেষ গুরুত্ব দেয়ায় সম্প্রতি মিরপুরে এক ছবি তোলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন আল শাহরিয়ার হোসেন রাকিব ও আমি তারিফ এজাজ। বিশেষ করে কল্যাণপুর ও এর নিকটবর্তী এলাকায় ছবি তোলা হয়। উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ব্যাংক ভবন ও অল্পকদিনের ভেতরেই ঢাকার যে জনপ্রিয় চলচ্চিত্র প্রেক্সাগৃহ ভেঙ্গে ফেলা হবে সেই শ্যামলী সিনেমা হল। মজার ব্যাপার হচ্ছে, ফটোগ্রাফার রাকিব এর আগে কখনো উইকিপিডিয়ায় অবদান রাখেনি, তাই তার তোলা ছবিটি উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হলে সে আবেগাপ্লুত হয়ে পড়ে। পরে ছবিটি উইকিপিডিয়ার একটি নিবন্ধে যুক্ত করে তাকে দেখানো হয়। ভবিষ্যতে মিরপুর ও প্বার্শবর্তী এলাকায় এরকম আরো ছবি তোলার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়।
- খবই ভাল একটা উদ্যোগ, যা উইকিপিডিয়াকে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। উদ্যোক্তাদের অভিনন্দন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪২, ২০ ডিসেম্বর ২০০৭ (UTC)
[সম্পাদনা] টাইগার হিল, বান্দরবানে বাংলা উইকিপিডিয়ানদের মিলনী
ঈদের ছুটিতে বাংলা উইকিপিডিয়ার বেশ কিছু উইকিপিডিয়ান বান্দরবান টাইগার হিল ভ্রমনে যান।
[সম্পাদনা] Update Betawiki
- Currently 89.99% of the MediaWiki messages and 78.02% of the messages of the extensions used by the Wikimedia Foundation projects have been localised. Please help us help your language by localising at Betawiki. This is the recent localisation activity for your language. Thanks, GerardM ১২:১২, ১ মে ২০০৮ (UTC)