ভূমিকম্প
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভূমিকম্প বলতে পৃথিবীপৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনকে বোঝায়।
সূচিপত্র |
[সম্পাদনা] ভূমিকম্পের কারণ
সাধারণত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে।
[সম্পাদনা] ভূপৃষ্ঠ-জনিত
[সম্পাদনা] আগ্নেয়গিরি-জনিত
কখনো কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ও গলিত লাভা উৎক্ষিপ্ত হবার কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে।