নারীবাদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নারীবাদ একটি সামাজিক আন্দোলন ও নৈতিক দর্শন। নারীর সামাজিক অবস্থান পুরুষ-নির্ধারিত - এই ধারণা থেকে মূলত এই দর্শনের উৎপত্তি এবং নারীর প্রাপ্য বা সমানাধিকার আদায় এই আন্দোলনের লক্ষ্য। তবে প্রাপ্য অধিকার বা তা অর্জনের উপায় নিয়ে নারীবাদীরা ভিন্নমত পোষণ করেন।