চেক ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চেক Čeština চেশ্চিনা |
||
---|---|---|
যেসব রাষ্ট্রে প্রচলিত: | চেক প্রজাতন্ত্র। সংখ্যালঘু ভাষা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি এবং স্লোভাকিয়া-তে প্রচলিত। | |
অঞ্চল: | মধ্য ইউরোপ | |
মোট ভাষাভাষী সংখ্যা: | ১ কোটি ২০ লক্ষ | |
ক্রম: | ৭৩ | |
ভাষা পরিবার: | ইন্দো-ইউরোপীয় স্লাভীয় পশ্চিম স্লাভীয় চেক-স্লোভাক চেক |
|
প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
যেসব দেশের রাষ্ট্রভাষা: | চেক প্রজাতন্ত্র, ইউরোপীয় ইউনিয়ন | |
নিয়ন্ত্রক সংস্থা: | চেক ভাষা ইন্সটিটিউট | |
ভাষা কোডসমূহ | ||
ISO 639-1: | cs | |
ISO 639-2: | cze (B) | ces (T) |
ISO/FDIS 639-3: | ces | |
দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। |
চেক ভাষা (চেক ভাষায়: čeština, আ-ধ্ব-ব: [ˈʧɛʃ.cɪ.na]) একটি পশ্চিম স্লাভীয় ভাষা। অন্যান্য পশ্চিম স্লাভীয় ভাষার মধ্যে আছে স্লোভাক, পোলীয়, পোমেরানীয় ও সর্বীয় ভাষা। এদের মধ্যে স্লোভাক ভাষার সাথে চেক ভাষার মিল সবচেয়ে বেশি। এরপর যথাক্রমে পোলীয় ভাষা এবং পূর্ব জার্মানিতে প্রচলিত সর্বীয় ভাষার সাথে এর মিল দেখতে পাওয়া যায়। প্রাক্তন চেকোস্লভাকিয়ার সরকার চেক ও স্লোভাক উভয় ভাষাতেই গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার বাধ্যতামূলক করায় ১৯৭০-এর পরে জন্ম নেয়া চেক ও স্লোভাক ভাষাভাষীদের অনেকেই সহজেই একে অপরকে বুঝতে পারেন। তবে ১৯৯৩ সালে দেশ দুইটি আলাদা হয়ে যাবার পর এই দুই ভাষাভাষীদের মধ্যে আবার পারস্পরিক বোধগম্যতায় সমস্যা শুরু হয়েছে।
চেক প্রজাতন্ত্রের অধিকাংশ মানুষ এবং বিশ্বের অনান্য দেশে সব মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ লোক চেক ভাষায় কথা বলেন।