বায়োডিজেল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদ্ভিদ ও প্রানিজ চর্বি হতে তৈরি জ্বালানি। জীবাষ্ম জ্বালানীর সীমাবদ্ধতা ও ক্ষতিকর প্রভাব হতে মুক্তির জন্য বিকল্প জ্বালানী হিসেবে এর উদ্ভাবন করা হয়। পরিত্যাক্ত রান্নার তেল, উদ্ভজ্জ হতে সংগ্রহিত তেল, প্রানিজ চর্বি ইত্যাদি হতে প্রক্রিয়াকরনের দ্বারা এটি তৈরি করা হয়। কিছু উদ্ভিদের বীজ হতে এই তেল তৈরি হয় বলে এদের ডিজেল গাছ বলা হচ্ছে এবং বানিজ্যিকভাবে চাষ করা হয়।