ধ্বনিতত্ত্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধ্বনিতত্ত্ব (ইংরেজি ভাষায়: Phonology) ভাষাবিজ্ঞানের একটি শাখা যেখানে কোন নির্দিষ্ট ভাষার ধ্বনি-ব্যবস্থা আলোচিত হয়। ধ্বনিবিজ্ঞানে মুখনিঃসৃত ধ্বনির ভৌত উৎপাদন ও অনুধাবন নিয়ে আলোচনা করা হয়, কিন্তু ধ্বনিতত্ত্বে একটি নির্দিষ্ট ভাষার (বা একাধিক ভাষার) ধ্বনিসম্ভার নিয়ে আলোচনা করা হয়।
ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হল একটি ভাষার স্বলক্ষণযুক্ত (distinctive) পৃথক পৃথক ধ্বনি-এককগুলি বের করা। উদাহরণস্বরূপ, ইংরেজিতে /p/ এবং /b/ দুইটি পৃথক ধ্বনি-একক। "pin" ও "bin" ন্যূনতম জোড়ে এই ঘটনাটি পরিলক্ষিত হয়, যে শব্দজোড়ে কেবল একটি ধ্বনির ক্ষেত্রে পার্থক্য ঘটেছে।