ইয়ুর্গেন ক্লিন্সমান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ুর্গেন ক্লিন্সমান | ||
ব্যক্তিগত তথ্য | ||
---|---|---|
জন্মতারিখ | জুলাই ৩০, ১৯৬৪ | |
জন্মস্থান | Göppingen, জার্মানি | |
উচ্চতা | ১৮১ cm (৫' ১১") | |
ডাকনাম | Klinsi | |
অবস্থান | ম্যানেজার (former স্ট্রাইকার) | |
ক্লাব তথ্য | ||
বর্তমান ক্লাব | অবসর নিয়েছেন | |
যুব ক্লাব | ||
১৯৭২–১৯৭৪ ১৯৭৪–১৯৭৮ ১৯৭৮–১৯৮১ |
TB Gingen SC Geislingen an der Steige Stuttgarter Kickers |
|
পেশাদারী ক্লাব* | ||
বছর | ক্লাব | উপস্থিতি (গোল) |
১৯৮১–১৯৮৪ ১৯৮৪–১৯৮৯ ১৯৮৯–১৯৯২ ১৯৯২–১৯৯৪ ১৯৯৪–১৯৯৫ ১৯৯৫–১৯৯৭ ১৯৯৭ ১৯৯৮ ২০০৩ |
Stuttgarter Kickers VfB Stuttgart Inter Milan AS Monaco টোটেনহাম হটস্পার বায়ার্ন মিউনিখ Sampdoria টোটেনহাম হটস্পার Orange County Blue Star |
৬১ (২২) ১৫৬ (৭৯) ৯৫ (৩৪) ৬৫ (২৯) ৪১ (২১) ৬৫ (৩১) ৮ (২) ১৫ (৯) ৮ (৫) |
জাতীয় দল | ||
১৯৮৭–১৯৯৮ | জার্মানি | ১০৮ (৪৭) |
যেসব টিমের ম্যানেজার | ||
২০০৪-২০০৬ | জার্মানি | |
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
ইয়ুর্গেন ক্লিন্সমান (Jurgen Klinsmann) (জুলাই ৩০, ১৯৬৪) প্রখ্যাত জার্মান ফুটবলার। নব্বইয়ের দশকের সেরা স্ট্রাইকারদের অন্যতম। তিনি ১৯৯০ সালের ফিফা বিশ্বকাপ বিজয়ী জার্মান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ - পর পর তিনটি বিশ্বকাপে তিনি অংশগ্রহন করেন। বিশ্বকাপে তার সর্বমোট গোল সংখ্যা ১১টি।
২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি জার্মানী দলের কোচের দায়িত্ব পালন করছেন।