এফসি বায়ার্ন মিউনিখ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এফসি বায়ার্ন মিউনিখ | |||||||||||||||||||||||||||||||||
পূর্ণ নাম | এফসি বায়ার্ন মিউনিখ এজি | ||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | এফসিবি Die Bayern (ব্যাভারিয়ানস) Die Roten (রেডস) এফসি হলিউড |
||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিষ্ঠা | ফেব্রুয়ারি ২৭, ১৯০০ | ||||||||||||||||||||||||||||||||
মাঠ | অ্যালিয়াঞ্জ অ্যারেনা | ||||||||||||||||||||||||||||||||
ধারনক্ষমতা | ৬৯,৯০১ | ||||||||||||||||||||||||||||||||
চেয়ারম্যান | ফ্রাঞ্জ বেকেনবাওয়ার | ||||||||||||||||||||||||||||||||
প্রধান কোচ | অটোমার হিজফিল্ড | ||||||||||||||||||||||||||||||||
লীগ | বুন্দেসলিগা | ||||||||||||||||||||||||||||||||
২০০৬/০৭ | বুন্দেসলিগা, ৪র্থ | ||||||||||||||||||||||||||||||||
|
এফসি বায়ার্ন মিউনিখ (জার্মান ভাষায়: FC Bayern München) জার্মানির ব্যাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখে অবস্থিত একটি জার্মান ক্রীড়া দল। ফুটবলের ইতিহাসে সফলতম দলগুলোর মধ্যে বায়ার্ন মিউনিখ অন্যতম।
দলটি ২টি আন্তমহাদেশীয় কাপ, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপা, ১টি উয়েফা কাপ শিরোপা, ১টি উয়েফা কাপ উইনার্স কাপ শিরোপা, ২০টি জাতীয় চ্যাম্পিয়নশিপ, এবং ১৩টি জার্মান কাপ জিতেছে। বায়ার্ন মিউনিখ জার্মানির জনপ্রিয়তম দল। বায়ার্ন মিউনিখের সদস্য সংখ্যা প্রায় ১৩৫,০০০, যা বিশ্বে তৃতীয়।
ফুটবল ছাড়াও বায়ার্ন দাবা, হ্যান্ডবল, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, বোলিং ও টেবিল টেনিস খেলার দল গঠন করেছে।
সূচিপত্র |
[সম্পাদনা] খেলোয়াড়
[সম্পাদনা] বর্তমান দল
- আগস্ট ২, ২০০৭ পর্যন্ত
|
|
[সম্পাদনা] সম্মাননা
- জার্মান চ্যাম্পিয়নস: ২০
- ১৯৩২, ১৯৬৮/৬৯, ১৯৭১/৭২, ১৯৭২/৭৩, ১৯৭৩/৭৪, ১৯৭৯/৮০, ১৯৮০/৮১, ১৯৮৪/৮৫, ১৯৮৫/৮৬, ১৯৮৬/৮৭, ১৯৮৮/৮৯, ১৯৮৯/৯০, ১৯৯৩/৯৪, ১৯৯৬/৯৭, ১৯৯৮/৯৯, ১৯৯৯/২০০০, ২০০০/০১, ২০০২/০৩, ২০০৪/০৫, ২০০৫/০৬
- রানার্স-আপ
- ১৯৬৯/৭০, ১৯৭০/৭১, ১৯৮৭/৮৮, ১৯৯০/৯১, ১৯৯২/৯৩, ১৯৯৫/৯৬, ১৯৯৭/৯৮, ২০০৩/০৪
- ইন্টারকন্টিনেন্টাল কাপ: ২
- ১৯৭৬, ২০০১
- উয়েফা চ্যাম্পিয়নস লীগ: ৪
- ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬, ২০০১,
- রানার্স-আপ
- ১৯৮২, ১৯৮৭, ১৯৯৯
- উয়েফা কাপ উইনার্স কাপ: ১
- ১৯৬৭
- উয়েফা কাপ: ১
- ১৯৯৬
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Official site in English (German, Japanese, Spanish, and Chinese versions also available)
- Bayern Munich formations - tactics reference site
পূর্বসূরী: বরুসিভা ডর্টমুন্ড |
উয়েফা কাপ উইনার্স কাপ বিজয়ী ১৯৬৭ রানার্স আপ: রেঞ্জারস |
উত্তরসূরী: এ.সি. মিলান |
জি-১৪ সদস্যগণ
|
---|
আয়াক্স • আর্সেনাল • বার্সেলোনা • বেয়ার লেভারকুজেন • বায়ার্ন মিউনিখ বরুসিভা ডর্টমুন্ড • পিএসভি আইন্দোভেন • ইন্টারন্যাজিওন্যালে • জুভেন্টাস লিভারপুল • ম্যানচেস্টার ইউনাইটেড • এসি মিলান • লিওন • মার্সেই প্যারিস সেইন্ট-জার্মেইন • এফসি পোর্তো • রিয়াল মাদ্রিদ • ভ্যালেন্সিয়া |