অক্টোবর ২৮
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অক্টোবর ২৮ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০১ তম (অধিবর্ষে ৩০১ তম) দিন ।
সূচিপত্র |
[সম্পাদনা] ঘটনাবলী
- ২০০৬ - বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগ নেতা কর্মিরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে। এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়তের সাথে সংঘর্ষে ১৮ জন নিহত হন।
[সম্পাদনা] জন্ম
- ১৯৫৫ - বিল গেটস, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্টাতা চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা, এবং সাবেক সি ই ও।
- ১৯৮০ - অ্যালান স্মিথ, একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
[সম্পাদনা] মৃত্যু
- ১৭০৪ - জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক ছিলেন।
- ১৯৭১ - বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, বাংলাদেশী শহীদ মুক্তিযোদ্ধা।
- ২০০২ - অন্নদাশঙ্কর রায়, একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক।