See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
শেখ হাসিনা - উইকিপিডিয়া

শেখ হাসিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই নিবন্ধ একটি সাম্প্রতিক ঘটনাকে উপস্থাপন করছে।
ঘটনাপ্রবাহের সাথে সাথে এর তথ্য ক্রমাগতভাবে পরিবর্তন হতে পারে।
শেখ হাসিনা
শেখ হাসিনা

শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭) বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সদ্য বিলুপ্ত সংসদের বিরোধীদলীয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান নেতা, বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা।

সূচিপত্র

[সম্পাদনা] পরিবার

শেখ হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তার মাতার নাম বেগম ফয়জুন্নেসা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সামরিক অভ্যুথ্বানে তিনি ও তার বোন শেখ রেহানা বাদে তার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়। বোনদ্বয় সেইসময় পড়াশুনার জন্য পশ্চিম জার্মানীতে অবস্থান করছিলেন।

[সম্পাদনা] শিক্ষা

শেখ হাসিনা ওয়াজেদ ১৯৭৩ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক ডিগ্রি সম্পন্ন করেন।

[সম্পাদনা] বিয়ে

বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ১৯৬৮ সনে বিজ্ঞানী ওয়াজেদ আলীর সাথে তার বিয়ে হয়।

[সম্পাদনা] রাজনীতি

শেখ মুজিবুর রহমান ও তার ছেলেদের মৃত্যুতে নেতৃত্বশূন্য আওয়ামী লীগ ১৯৮১ সালে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে দলের নেতা হিসেবে নির্বাচিত করে। ১৯৮২ সালে জেনারেল এরশাদের ক্ষমতায় আরোহনকে অবৈধ ঘোষনা করলেও তার দল ১৯৮৬ সালে এই সামরিক শাসকের অধীনে নির্বাচনে অংশগ্রহন করে, যা থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরত ছিল। পরবরর্তীতে তিনি এবং তার দল এরশাদ বিরোধী আন্দোলন গড়ে তুলে এবং ১৯৯০ সালে অভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এরশাদকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেন।

১৯৯১ সালে তাঁর নেতৃত্বে আওয়ামী-লীগ বাংলাদেশের তংকালীন বৃহত্তম বিরোধীদল হিসেবে প্রকাশ পায়। ১৯৯৬ সালে তিনি তত্বাবধায়ক সরকারের রূপরেখা তুলে ধরেন যা বর্তমানে অনেক দেশে ব্যবহার হচ্ছে। তত্বাবধায়ক সরকার নিয়ে তাঁর আন্দোলনে জয়ী হওয়ায় পরবরর্তিতে তার দল জাতীয় নির্বাচনে ও জয় লাভ করে এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ বড় ব্যবধানে হেরে যায়। পরবরর্তিতে ২০০৬ সালে পুনরায় আন্দোলন শুরু করেন কিছু নতুন সমস্যা নিয়ে।

[সম্পাদনা] আন্দোলন

১৯৯১ সালের স্বৈরাচার পতন আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এর নেতৃত্ব দেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তার দল আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকারের দাবীতে জামায়াতে ইসলামী ও অন্যান্য বামপন্থী দলগুলোর সাথে যুক্ত হয়ে হরতাল, ধর্মঘট, ও অবরোধ কর্মসূচীর মাধ্যমে খালেদা জিয়ার বিএনপি সরকারকে তত্বাবধায়ক সরকারের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাধ্য করে। সে'বছর সাধারন নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হন।

বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি (নাজিউর রহমান মঞ্জু), ও ইসলামী ঐক্যজোট এর নির্বাচনী জোটের কাছে ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়। শেখ হাসিনা দলের এই পরাজয়ের জন্য দায়ী করেন তারই মনোনীত তত্‍কালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এবং তত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি লতিফুর রহমান, ও প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদকে।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জুন ২০০৪ পর্যন্ত সংসদ বর্জন করেছে এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহনসহ সকল প্রকার গনতান্ত্রিক কর্মকান্ড থেকে বিরত থেকেছে। এখন পর্যন্ত তার দলের মূল দাবী হলো অবিলম্বে জোট সরকারের পতন এবং নির্ধারিত সময়ের আগেই সংসদ নির্বাচন। সম্প্রতি তিনি তত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া পরিবর্তনেরও দাবী জানিয়েছেন।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় এক জনসভায় বক্তৃতাদানকালে গ্রেনেড হামলায় এই নেত্রী অল্পের জন্য প্রানে বেঁচে যান। উক্ত হামলায় তার দেহরক্ষী ও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ১৯ জন মৃত্যুবরন করেন ও শতাধিক আহত হন। বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্টে এই হামলাকে বিদেশী ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়।

[সম্পাদনা] গ্রেফতার

দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা প্রথম গ্রেফতার হন ২০০৭ সনে। ২০০৭ সালের ১৬ জুলাই সকাল ৭:৩১-এ যৌথ বাহিনী শেখ হাসিনাকে তার বাসভবন "সুধা সদন" থেকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়। সেখানে আদালত তার জামিন নামঞ্জুর করে। বর্তমানে শেখ হাসিনাকে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের বাসভবনকে সাব-জেল ঘোষণা করে রাখা হয়েছে। প্রেফতারের পূর্বে শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রবীন নেতা জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে যান। শেখ হাসিনার বিরুদ্ধে দুইটি মামলা এখন কার্যকর। একটি হল ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে রাজনৈতিক সংঘর্ষের জন্য হত্যা মামলা ও অন্যটি হল প্রায় তিন কোটি টাকার চাঁদাবাজি মামলা। [১]

[সম্পাদনা] সূত্র

  1. বিডি নিউজ, জুলাই ১৬, ২০০৭, দুপুর ১.১২
পূর্বসূরী:
বিচারপতি মোঃ হাবিবুর রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী
জুন ২৩, ১৯৯৬ - জুলাই ১৫, ২০০১
উত্তরসূরী:
বিচারপতি লতিফুর রহমান


বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকl
তাজউদ্দীন আহমদ •শেখ মুজিবুর রহমান • মোঃ মনসুর আলী • মশিউর রহমান • শাহ আজিজুর রহমান • আতাউর রহমান খান • মিজানুর রহমান চৌধুরী • মওদুদ আহমেদ • কাজী জাফর আহমেদ •খালেদা জিয়া •শেখ হাসিনা ওয়াজেদ • খালেদা জিয়া •


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -