সেপ্টেম্বর ৪
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেপ্টেম্বর ৪ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৬ তম (অধিবর্ষে ২৪৭ তম) দিন ।
সূচিপত্র |
[সম্পাদনা] ঘটনাবলী
- ৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।
- ১২৬০ - ক্যালিফোর্নিয়া লসএঞ্জেলেন্স প্রতিষ্ঠিত হয়।
- ১৮৭০ - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
- ১৮৯৪ - নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে।
- ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসম্পর্ণ করে।
- ১৯৭২ - মিউনিখের অলিম্পিক গনহত্যা, ইসরাইলী অ্যাথলেটদের প্যালেস্টাইনীরা জিম্মি করে।
[সম্পাদনা] জন্ম
- ১৫৬৩ - ওয়াংলি, চীন সম্রাট।
- ১৮৪৬ - ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি।
- ১৯০৮ - ম্যাক্স ডেলব্রুক, জার্মান জীব বিজ্ঞানী ,চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরুস্কার বিজয়ী।
- ১৯১৭ - হেনরী ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি ।
- ১৯২৭ - জন ম্যাক্কার্থি,মার্কিন কম্পিঊটার বিজ্ঞানী।
- ১৯৩৪ - ক্লিভ গ্রাঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ।
[সম্পাদনা] মৃত্যু
- ২০০৬ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ত্ব।