কোল্ডপ্লে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোল্ডপ্লে (ইংরেজি Coldplay) আধুনিক রক সঙ্গীতের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর অন্যতম। লন্ডন শহরে এর প্রথম আত্মপ্রকাশ ঘটে। ব্যান্ডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে একে অপরের সাথে পরিচিত হয়েছিলেন। প্রধান গায়ক ক্রিস মার্টিন। কোল্ডপ্লে'র প্রধান তিনটি অ্যালবামই বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কপি বিক্রিত হয়েছে।
[সম্পাদনা] উল্লেখযোগ্য অ্যালবাম
- প্যারাশুট্স (Parachutes)
- এ রাশ অফ ব্লাড টু দ্য হেড (A Rush of Blood to the Head)
- এক্স অ্যান্ড ওয়াই (X&Y)