শ্রেণী (পর্যায় সারণী)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আধুনিক পর্যায় সারণীতে রাসায়নিক মৌলসমূহকে এমনভাবে সাজানো হয় যাতে সমধর্মী মৌলসমূহে একই লম্ব-কলামে (vertical column) একটির নিচে আরেকটি স্থান পায় । এর ফলে মৌলসমূহ ১৮টি লম্ব-কলাম এবং ৭টি অনুভূমিক সারিতে বিন্যস্ত হয়। প্রত্যেকটি লম্ব-কলামকে একেকটি শ্রেণী বা chemical series বলা হয়।