রোবট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোবট (ইংরেজি ভাষায়: Robot) একটি যান্ত্রিক কিংবা কাল্পনিক (virtual), কৃত্রিম কার্যসম্পাদক (agent)। রোবট সাধারণত একটি ইলেক্ট্রো-যান্ত্রিক ব্যবস্থা, যার কাজকর্ম, অবয়ব ও চলাফেরা দেখে মনে হয় এটি স্বেচ্ছায় কাজ করছে।
কোন রোবট নিচের ধর্মগুলির সব বা অংশবিশেষ প্রদর্শন করে।
- প্রাকৃতিক নয়, কৃত্রিম
- পরিবেশ অনুভব করার ক্ষমতা আছে।
- পরিবেশের বস্তু নিয়ে কাজ করতে পারে।
- কিছুটা বুদ্ধিমত্তা আছে, যার সাহায্যে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে।
- কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামযোগ্য।
- ঘুরতে পারে ও স্থানান্তর করতে পারে।
- দক্ষভাবে সুনিয়ন্ত্রিত চলন প্রদর্শন করতে পারে।
- স্বেচ্ছায় কাজ করছে, এরকম আভাস দিতে পারে। [১]