বিশ্বকাপ ফুটবল ২০০২
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০২ ফিফা বিশ্বকাপ - কোরিয়া/জাপান 2002 FIFA 월드컵 한국/일본 2002 FIFAワールドカップ 韓国/日本 |
|||
চিত্র:2002 Football World Cup poster.jpg অফিসিয়াল পোস্টার |
|||
দল | ৩২ (বাছাইপর্বে অংশগ্রহনকারী দল ১৯৯) | ||
আয়োজক | কোরিয়া/জাপান | ||
'বিশ্বকাপ জয়ী' |
ব্রাজিল (৫ম বার) | ||
মোট খেলার সংখ্যা | ৬৪ | ||
গোলের সংখ্যা | ১৬১ (গড়ে ম্যাচ প্রতি ২.৫১৬) | ||
উপস্থিত দর্শক সংখ্যা | ২,৭০৫,১৯৭ (গড়ে প্রতি ম্যাচে ৪২,২৬৯) | ||
সর্বোচ্চ গোলদাতা | রোনালদো, ব্রাজিল (৮ গোল) |
২০০২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল দক্ষিণ কোরিয়া এবং জাপানে ৩১শে মে হতে ৩০শে জুন পর্যন্ত সম্পন্ন হয়। এটি ছিল বিশ্বকাপ ফুটবলের ১৭তম আসর। প্রথমবারের মতো দুইটি দেশে এক সাথে এই প্রতিযোগিতার খেলাগুলির আয়োজন করা হয়। এর পাশাপাশি এটি ছিল প্রথম বিশ্বকাপ, যা ইউরোপ ও দুই আমেরিকা মহাদেশের বাইরে এশিয়া মহাদেশে সম্পন্ন হয়।
প্রতিযোগিতার ফাইনালে ব্রাজিল জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ৫ম বারের জন্য বিশ্বকাপ জয় করে নেয়।
বিশ্বকাপ ফুটবল আসর সমূহ |
---|
•উরুগুয়ে ১৯৩০ •ইতালি ১৯৩৪ •ফ্রান্স ১৯৩৮ •ব্রাজিল ১৯৫০ •সুইজারল্যান্ড ১৯৫৪ •সুইডেন ১৯৫৮ •চিলি ১৯৬২ •ইংল্যান্ড ১৯৬৬ •মেক্সিকো ১৯৭০ •পশ্চিম জার্মানি ১৯৭৪ •আর্জেন্টিনা ১৯৭৮ •স্পেন ১৯৮২ •মেক্সিকো ১৯৮৬ •ইতালি ১৯৯০ •যুক্তরাষ্ট্র ১৯৯৪ •ফ্রান্স ১৯৯৮ •কোরিয়া/জাপান ২০০২ •জার্মানি ২০০৬ •দক্ষিণ আফ্রিকা ২০১০ |