অ্যালগোরিদম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালগরিদম হচ্ছে কোনো একটি কাজ সম্পন্ন করার জন্য কতগুলি সুনির্দিষ্ট ও দ্ব্যর্থতাহীন ধাপবিশিষ্ট পদ্ধতি। এই ধাপগুলোকে অবশ্যই দ্ব্যর্থতাহীন হতে হবে যেন যে কেউ (মানুষ অথবা যন্ত্র, যেমন কমপিউটার) তা অনুসরণ করে কাজটি সম্পাদন করতে পারে।