এদুয়ার মানে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এদুয়ার মানে[১] (ফরাসি ভাষায়: Édouard Manet) (২৩শে জানুয়ারি, ১৮৩২ – ৩০শে এপ্রিল, ১৮৮৩) একজন ফরাসি প্রতিতীবাদী (impressionist) চিত্রকর ছিলেন। তাঁর আঁকা The Luncheon on the Grass ও Olympia প্রতিতীবাদী ধারার অন্যতম দিকনির্দেশী চিত্রকর্ম।
[সম্পাদনা] পাদটীকা
- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপেডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।