আয়ারল্যান্ডের ভূগোল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়ারল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। মহাসাগরের কারণে দ্বীপটির পশ্চিম তটরেখা অমসৃণ; এই উপকূলে অনেক ছোট দ্বীপ, উপদ্বীপ ও উপসাগর আছে। আয়ারল্যান্ডের কেন্দ্রে রয়েছে নিম্ন সমভূমি আর এর চারদিক ঘিরে রেখেছে উপকূলীয় পাহাড়। ১০৪১ মিটার উচ্চতাবিশিষ্ট কারাউনটুয়োহিল সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও আছে কিছু বড় বড় হ্রদ। আয়ারল্যান্ডের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যানন নদী দ্বীপটিকে দুইভাগে ভাগ করেছে। ২৫৯ কিলোমিটার দীর্ঘ নদীটি আয়ারল্যান্ডের দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। আয়ারল্যান্ড দক্ষিণে আইরিশ সাগরের মাধ্যমে যুক্তরাজ্যে থেকে এবং কেল্টীয় সাগরের মাধ্যমে মূল ইউরোপীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।
[সম্পাদনা] আরও দেখুন
|
---|
অস্ট্রিয়া • আইসল্যান্ড • আয়ারল্যান্ড • আর্মেনিয়া • আলবেনিয়া • ইউক্রেন • ইতালি • অ্যান্ডোরা • এস্তোনিয়া • ক্রোয়েশিয়া • গ্রীস • চেক প্রজাতন্ত্র • জর্জিয়া • জার্মানি • ডেনমার্ক • তুরস্ক • নরওয়ে • নেদারল্যান্ড্স • পর্তুগাল • পোল্যান্ড • ফ্রান্স • ফিনল্যান্ড • বুলগেরিয়া • বসনিয়া ও হার্জেগোভিনা • বেলজিয়াম • বেলারুশ • ভ্যাটিকান সিটি • মন্টিনেগ্রো • মাল্টা • মলদোভা • মেসিডোনিয়া • মোনাকো • যুক্তরাজ্য • রাশিয়া • রোমানিয়া • লুক্সেমবার্গ • লাটভিয়া • লিশটেনস্টাইন • লিথুয়ানিয়া • সুইজারল্যান্ড • সুইডেন • স্পেন • স্লোভাকিয়া • স্লোভেনিয়া • সান মেরিনো • সার্বিয়া • সিসিলি দ্বীপপুঞ্জ • হাঙ্গেরী |
|
---|
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |