অস্ট্রিয়ার ভূগোল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্ট্রিয়াকে তিনটি অসম ভৌগলিক অঞ্চলে ভাগ করা যায়। এদের মধ্যে বৃহত্তম অংশটি (৬২%) হল আল্পস পর্বতমালার অপেক্ষাকৃত নবীন পাহাড়গুলি। এদের পূর্বে আছে পানোনীয় সমভূমি, এবং দানিউব নদীর উত্তরে আছে বোহেমীয় অরণ্য নামের একটি পুরানো কিন্তু অপেক্ষাকৃত নীচু গ্রানাইট পাথরে নির্মিত পার্বত্য অঞ্চল।
সূচিপত্র |
[সম্পাদনা] দানিউব নদী
দানিউব নদী দক্ষিণ-পশ্চিম জার্মানির ডোনাএশিঙেনের কাছ থেকে উৎপত্তি লাভ করে অস্ট্রিয়ার ভেতর দিয়ে পূর্বমুখে প্রবাহিত হয়ে কৃষ্ণসাগরে পতিত হয়েছে। আল্পসের উত্তরের ইন নদী, ৎসালজাখ নদী ও এন্স নদী দানিউবের উপনদী। অন্যদিকে আল্পসের দক্ষিণের অর্থাৎ মধ্য ও পূর্ব অস্ট্রিয়ার গাইল নদী, ড্রাভা নদী, ম্যুর্ৎস নদী ও মুরা নদী সার্বিয়াতে গিয়ে দানিউবে পতিত হয়েছে।
[সম্পাদনা] আল্পস পর্বতমালা
আল্পসের তিনটি প্রধান শাখা, উত্তর চুনাপাথরীয় আল্পস, কেন্দ্রীয় আল্পস, ও দক্ষিণ চুনাপাথরীয় আল্পস অস্ট্রিয়ার পশ্চিম থেকে পূর্ব জুড়ে বিস্তৃত। ৩৭৯৭ মিটার উচ্চতাবিশিষ্ট গ্রোস্গ্লকনার অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অস্ট্রিয়ার মাত্র ২৮% অঞ্চল সমতল বা অপেক্ষাকৃত কম পাহাড়ি।
[সম্পাদনা] বোহেমীয় অরণ্য
দানিউব উপত্যকার উত্তরে অস্ট্রিয়ার প্রায় ১০% এলাকা জুড়ে অবস্থিত একটি গ্রানাইট মালভূমি এলাকা।
[সম্পাদনা] আরও দেখুন
|
---|
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
---|
অস্ট্রিয়া • আইসল্যান্ড • আয়ারল্যান্ড • আর্মেনিয়া • আলবেনিয়া • ইউক্রেন • ইতালি • অ্যান্ডোরা • এস্তোনিয়া • ক্রোয়েশিয়া • গ্রীস • চেক প্রজাতন্ত্র • জর্জিয়া • জার্মানি • ডেনমার্ক • তুরস্ক • নরওয়ে • নেদারল্যান্ড্স • পর্তুগাল • পোল্যান্ড • ফ্রান্স • ফিনল্যান্ড • বুলগেরিয়া • বসনিয়া ও হার্জেগোভিনা • বেলজিয়াম • বেলারুশ • ভ্যাটিকান সিটি • মন্টিনেগ্রো • মাল্টা • মলদোভা • মেসিডোনিয়া • মোনাকো • যুক্তরাজ্য • রাশিয়া • রোমানিয়া • লুক্সেমবার্গ • লাটভিয়া • লিশটেনস্টাইন • লিথুয়ানিয়া • সুইজারল্যান্ড • সুইডেন • স্পেন • স্লোভাকিয়া • স্লোভেনিয়া • সান মেরিনো • সার্বিয়া • সিসিলি দ্বীপপুঞ্জ • হাঙ্গেরী |