অবলোহিত বিকিরণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মাইক্রোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত বিস্তৃত তাদের বলা হয় অবলোহিত বিকিরণ। এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়। খালি চোখে এদের দেখা যায়না। উইলিয়াম হার্শেল ১৮০০ সালে এই বিকিরণ আবিস্কার করেন।
তড়িৎচৌম্বকীয় বর্ণালী- সম্পাদনা (তরঙ্গদৈর্ঘ্যের অনুক্রমে) গামা রশ্মি | রঞ্জন রশ্মি | অতিবেগুনী | দৃশ্য বর্ণালী | অবলোহিত | টেরা হার্তস বিকিরণ | মাইক্রওয়েভ | রেডিও ওয়েভ দৃশ্য (আলোক) বর্ণালী: বেগুনী | নীল | সবুজ | হলুদ | কমলা | লাল মাইক্রোওয়েভ ব্যান্ড: W band | V band | K band: Ka band, Ku band | এক্স ব্যান্ড | C band | এস ব্যান্ড | এল ব্যান্ড Radio spectrum: EHF | SHF | UHF | VHF | HF | MF | LF | VLF | ULF | SLF | ELF Wavelength designations : Microwave | Shortwave | Mediumwave | Longwave |
---|