ফুটবল ক্লাব ইন্টারন্যাজিওন্যালে মিলানো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্টারন্যাজিওন্যালে | |||||||||||||||||||||||||||||||||
পূর্ণ নাম | এফ.সি. ইন্টারন্যাজিওন্যালে মিলানো Football Club Internazionale Milano SpA |
||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | Nerazzurri (কালো-নীল) La Beneamata(প্রিয় (The Cherished)) |
||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিষ্ঠা | ৯ মার্চ, ১৯০৮ | ||||||||||||||||||||||||||||||||
মাঠ | সান সিরো (স্তেদিও গুইসেপ মিয়াজ্জা), মিলান |
||||||||||||||||||||||||||||||||
ধারনক্ষমতা | ৮৫,৭০০ | ||||||||||||||||||||||||||||||||
চেয়ারম্যান | মাসিমো মোরাত্তি | ||||||||||||||||||||||||||||||||
প্রধান কোচh | রবের্তো মানচিনি | ||||||||||||||||||||||||||||||||
লীগ | সিরি এ | ||||||||||||||||||||||||||||||||
২০০৬-০৭ | সিরি এ, ১ম | ||||||||||||||||||||||||||||||||
|
এফ.সি. ইন্টারন্যাজিওন্যালে মিলানো সংক্ষেপে ইন্টারন্যাজিওন্যালে , ইন্টার বা ইন্টারমিলান ইতালীর মিলান ভিত্তিক পেশাদার ফুটবল দল । ১৯০৮ সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে একমাত্র দল হিসেবে প্রতি বছর শীর্ষ বিভাগ 'সেরি এ' তে খেলার গৌরব অর্জন করে । বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ইন্টার ২০০৭-০৮ এর সেরি এ লীগে অংশ নিচ্ছে
দলটি কালো নীল স্ট্রাইপ জার্সি , এবং সাদা শর্টস , সাদা মোজায় খেলে থাকে । দলটির অর্জনে রয়েছে ১৫ টি সেরি এ শিরোপো । একমাত্র এসি মিলান এবং জুভেন্টাস এর চাইতে বেশি বার শিরোপো জিততে পেরেছে ।কোপা ইতালিয়া এবং ইতালিয়ান সুপার কাপ মিলিয়ে শিরোপোর সংখ্যা ২৩ টি ।
১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ মৌসুমে দলটি পরপর দুইবার ইউরোপিয়ান কাপ জয় করে । এছাড়া দলটির সংগ্রহে রয়েছে ৩ টি উয়েফা কাপ এবং দু'টি বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপো । ইউরোপের এলিট ক্লাবগুলোর গ্রুপ জি-১৪ এর প্রতিষ্ঠাতা সদস্য ইন্টার মিলান
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
১৯০৮ সালে এসি মিলান ভেঙ্গে ইন্টারমিলান গঠিত হয় । প্রথম বছরেই তারা স্কুডেট্টো জিতে নেয় । এ দলের কোচ কাম অধিনায়ক ছিলেন ভার্জিলিও ফসেত্তি , যিনি প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারান। পরবর্তী শিরোপো জিততে ১০ বছর অপেক্ষা করতে হয় ।
প্রথম কোপা ইতালিয়া শিরোপো জয় করে ১৯৩৮-৩৯ সালে । ১৯৪০ সালে দলটি জয় করে পঞ্চম স্কুডেট্টো । এ দলটির নেতৃত্বে ছিলেন গিওসেপে মিয়েজ্জা , যার নাম অনুসারে পরবর্তীতে সান সিরো স্টেডিয়ামের নামকরণ করা হয় ।
[সম্পাদনা] খেলোয়াড়
১৯ ডিসেম্বর ২০০৭ অনুযায়ী[১]
|
|
[সম্পাদনা] ধারে অন্য দলে
|
[সম্পাদনা] সমর্থক এবং প্রতিদ্বন্দ্বিতা
ইন্টার মিলান ইতালির সবচেয়ে জনপ্রিয় দল । মোট সমর্থকদের শতকরা ৪১ ভাগ দলটিকে সমর্থন করে থাকেন ।ঐতিহাসিকভাবে এসি মিলান দক্ষিণ ইতালীর শহরের শ্রমিক শ্রেণী সমর্থিত দল ছিল। পক্ষান্তরে অন্য বড় দল ইন্টার ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী সমর্থিত দল। তবে সাম্প্রতিক সময়ে দল দুটি ভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান করছে, কেননা বর্তমানে মিলানের মালিক হচ্ছেন গণমাধ্যম ব্যবসায়ী ও রক্ষণশীল দল থেকে নির্বাচিত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি, এবং ইন্টারের মালিক মধ্য-বামপন্থী তেল ব্যবসায়ী ম্যাসিমো মোরাত্তি। তবুও এসি মিলানের সমর্থকের এখনও সাধারনত বামপন্থী এবং ইন্টারের সমর্থকেরা ডানপন্থী হয়ে থাকেন
ইন্টার মিলান ইতালির সবচেয়ে জনপ্রিয় দল । মোট সমর্থকদের শতকরা ৪১ ভাগ দলটিকে সমর্থন করে থাকেন ।ঐতিহাসিকভাবে এসি মিলান দক্ষিণ ইতালীর শহরের শ্রমিক শ্রেণী সমর্থিত দল ছিল। পক্ষান্তরে অন্য বড় দল ইন্টার ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী সমর্থিত দল। তবে সাম্প্রতিক সময়ে দল দুটি ভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান করছে, কেননা বর্তমানে মিলানের মালিক হচ্ছেন গণমাধ্যম ব্যবসায়ী ও রক্ষণশীল দল থেকে নির্বাচিত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি, এবং ইন্টারের মালিক মধ্য-বামপন্থী তেল ব্যবসায়ী ম্যাসিমো মোরাত্তি। তবুও এসি মিলানের সমর্থকের এখনও সাধারনত বামপন্থী এবং ইন্টারের সমর্থকেরা ডানপন্থী হয়ে থাকেন ।
এসি মিলানের সাথে ইন্টারের প্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিকভাবে চলে আসছে ।দু'দলের সমর্থকদের মধ্যে হাঙ্গামা বেশ নিয়মিত ঘটনা ।২০০৪-০৫ সালের চ্যাম্পিয়নস লীগে দু'দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সমর্থক গোলযোগের কারণে একবার পরিত্যক্ত হয় । জুভেন্টাসের সাথেও ইন্টারের রয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা । এ দু'দলের ম্যাচকে 'ডার্বি-ডি-ইতালিয়া' বলা হয়
[সম্পাদনা] অর্জন
- স্কুডেট্টো (ইতালীয় চ্যাম্পিয়নশিপ)
- শিরোপা (১৫): ১৯০৯-১০; ১৯১৯-২০; ১৯২৯-৩০; ১৯৩৭-৩৮; ১৯৩৯-৪০; ১৯৫২-৫৩; ১৯৫৩-৫৪; ১৯৬২-৬৩; ১৯৬৪–৬৫; ১৯৬৫-৬৬; ১৯৭০-৭১; ১৯৭৯-৮০; ১৯৮৮-৮৯; ২০০৫-০৬; ২০০৬-৭
- রানার্স-আপ (১৪): ১৯৩২–৩৩; ১৯৩৩–৩৪; ১৯৩৪–৩৫; ১৯৪০–৪১; ১৯৪৫–৪৬; ১৯৪৮–৪৯; ১৯৫০–৫১; ১৯৬১–৬২; ১৯৬৩–৬৪; ১৯৬৬–৬৭; ১৯৬৯–৭০; ১৯৯২–৯৩; ১৯৯৭–৯৮; ২০০২–০৩
- কোপা ইতালিয়া (ইতালীয় কাপ)
- শিরোপা (৫): ১৯৩৮-৩৯; ১৯৭৭-৭৮; ১৯৮১-৮২; ২০০৪-০৫; ২০০৫-০৬
- রানার্স-আপ (৫): ১৯৫৮-৫৯; ১৯৬৪-৬৫; ১৯৭৬-৭৭; ১৯৯৯-০০; ২০০৬-০৭
- সুপার কোপা ডি লিগা (ইতালীয় সুপার কাপ)
- শিরোপা (৩): ১৯৮৮-৮৯; ২০০৫-০৬; ২০০৬-০৭
- রানার্স-আপ (২): ২০০০-০১; ২০০৭-০৮
- উয়েফা চ্যাম্পিয়নস লীগ (সাবেক ইউরোপীয়ান কাপ)
- শিরোপা (২): ১৯৬৩-৬৪; ১৯৬৪-৬৫
- রানার্স-আপ (২):১৯৬৬-৬৭; ১৯৭১-৭২
- উয়েফা কাপ উইনার্স কাপ
- কোয়ার্টার ফাইনাল (২): ১৯৭৮-৭৯, ১৯৮২-৮৩
- উয়েফা কাপ
- শিরোপা (৩): ১৯৯০-৯১; ১৯৯৩-৯৪; ১৯৯৭-৯৮
- রানার্স-আপ (১):১৯৯৬-৯৭
- মিত্রোপা কাপ
- রানার্স-আপ (১): ১৯৩২-৩৩
[সম্পাদনা] কোম্পানী হিসেবে ইন্টারন্যাজিওন্যালে
২০০৫-০৬ সালে ধনী ক্লাবগুলোর কাতারে ইন্টারন্যাজিওন্যালের অবস্থান ছিল ৭ম । দলটির আয়ের পরিমাণ ছিল ২০৬ মিলিয়ন ইউরো
[সম্পাদনা] সার্ট স্পন্সর এবং প্রস্তুতকারী
মেয়াদ | পোশাক প্রস্তুতকারী | সার্ট স্পন্সর |
---|---|---|
১৯৭৯-৮০ | পুমা | নেই |
১৯৮১-৮২ | ইনো-হিট | |
১৯৮২-৮৬ | মেক স্পোর্ট | মিসুরা |
১৯৮৬-৮৮ | লে কক স্পোর্টলিফ | |
১৯৮৮-৯১ | ইউনিস্পোর্ট | |
১৯৯১-৯২ | আমব্রো | ফিটজার |
১৯৯২-৯৫ | ফিরুচ্চি | |
১৯৯৫-৯৮ | পিরেল্লি | |
১৯৯৮– | নাইকি | পিরেল্লি |