জন টেরি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন টেরি | ||
ব্যক্তিগত তথ্য | ||
---|---|---|
জন্মতারিখ | ডিসেম্বর ৭, ১৯৮০ | |
জন্মস্থান | বার্কিং, লন্ডন, ইংল্যান্ড | |
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | |
ডাকনাম | জেটি | |
অবস্থান | রহ্মনভাগ | |
ক্লাব তথ্য | ||
বর্তমান ক্লাব | চেলসি | |
পেশাদারী ক্লাব* | ||
বছর | ক্লাব | উপস্থিতি (গোল) |
১৯৯৮-বর্তমান ২০০০ |
চেলসি নটাম ফরেস্ট (ধার) |
১৮৭ (১৫) ৬ (০) |
জাতীয় দল | ||
২০০০-০২ ২০০৩-বর্তমান |
ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ ইংল্যান্ড |
৯ (১) ৩০ (২) |
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
জন টেরি একজন ইংরেজ ফুটবল খেলোয়াড়। তিনি ইংলিশ প্রিমিয়ার লীগে চেল্সি দলের পক্ষে খেলে থাকেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। ইংল্যান্ড ও চেল্সি এর বর্তমান অধিনায়ক তিনি।ইউরোপের অন্যতম সেরা রহ্মনভাগের খেলোয়াড় হিসাবে তাঁকে ধরা হয়।