উসমান ইবন আফ্ফান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উসমান ইবনে আফ্ফান | ||
---|---|---|
রাজত্বকাল | ৬৪৪ – ৬৫৬ | |
জন্ম | ৫৮0 | |
জন্মস্থান | তায়েফ, সৌদি আরব | |
মৃত্যু | জুন ১৭ ৬৫৬ | |
মৃত্যুস্থান | মদিনা,সৌদি আরব | |
কবর | মাদিনা | |
পূর্বসূরী | উমর | |
উত্তরসূরী | আলী |
উসমান ইবন আফ্ফান (عثمان بن عفان) (c. ৫৮0 - জুন ১৭ ৬৫৬) ছিলেন ইসলামের তৃতীয় খলীফা। সুন্নী মুসলিমদের দৃষ্টিকোণ থেকে দেখলে তিনি চারজন খুলাফায়ে রাশিদুনের একজন। ৬৪৪ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। শিয়া মতাবলম্বীদের মতানুসারে আলীই ছিলেন প্রথম বৈধ খলীফা এবং পূর্বের তিনজন খলীফার গুরুত্ব এই মতে নগণ্য হিসেবে ধরা হয়। উসমান আস-সাবিকুনাল আওয়ালুনের (প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী) অন্তর্ভুক্ত। এছাড়াও তিনি আশারায়ে মুবাশ্শারা'র একজন এবং সেই ৬ জন সাহাবীর মধ্যে অন্যতম যাদের উপর মুহাম্মদ আমরণ সন্তুষ্ট ছিলেন[১]।
সূচিপত্র |
[সম্পাদনা] জীবনী
[সম্পাদনা] জন্ম
উসমানের জন্ম সন ও তারিখ নিয়ে বেশ মতপার্থক্য রয়েছে। অধিকাংশের মতে তার জন্ম ৫৭৬ খ্রিস্টাব্দে অর্থাৎ হস্তীসনের ছয় বছর পর[২]। এ হিসেবে তিনি হযরত মুহাম্মদ (সাঃ) থেকে ছয় বছরের ছোট। অধিকাংশ বর্ণনামতেই তার জন্ম সৈদি আরবের মক্কা নগরীতে। অবশ্য অনেকের বর্ণনামতে তার জন্ম তায়েফ নগরীতে বলা হয়েছে।[৩] ডেভিড স্যামুয়েল মার্গোলিউথ, ২০তম শতাব্দীর একজন অমুসলিম ইসলামী চিন্তাবিদ লিখেছেন:
[সম্পাদনা] পরিবার ও বংশ
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: উসমানের বংশধারা
উসমানের কুনিয়া আবু আমর, আবু আবদিল্লাহ, আবু লায়লা। তার উপাধি যুন-নূরাইন এবং যূল-হিজরাতাইন। তার পিতা আফ্ফান এবং মাতা আরওরা বিনতু কুরাইয। তিনি কুরাইশ বংশের উমাইয়্যা শাখার সন্তান ছিলেন। তার উর্ধ্ব পুরুষ আবদে মান্নাফে গিয়ে মুহাম্মদের বংশের সাথে মিলিত হয়েছে। তার নানী বায়দা বিনতু আবদিল মুত্তালিব ছিলেন মুহাম্মদের ফুফু।
ইসলাম গ্রহণের পর মুহাম্মদ তার কন্যা রুকাইয়্যার সাথে তার বিয়ে দেন। হিজরী দ্বিতীয় সনে তাবুক যুদ্ধের পরপর মদিনায় রুকাইয়্যা মারা যায়। এরপর নবী তার দ্বিতীয় কন্যা উম্মু কুলসুমের সাথে তার বিয়ে দেন। এ কারণেই তিনি মুসলিমদের কাছে যুন-নূরাইন বা দুই জ্যোতির অধিকারী হিসেবে খ্যাত। তবে এ নিয়ে কিছু মতভেদ রয়েছে। যেমন ইমাম সুয়ূতি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই ওসমানের সাথে রুকাইয়্যার বিয়ে হয়েছিল[৫]। তবে অধিকাংশ ইতিহাসবেত্তা এই ধারণা পরিত্যাগ করেছেন। উসমান এবং রুকাইয়্যা ছিলেন প্রথম হিজরতকারী মুসলিম পরিবার। তারা প্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। সেখানে তাদের একটি ছেলে জন্ম নেয় যার নিম রাখা হয় আবদুল্লাহ ইবন উসমান। এরপর উসমানের কুনিয়া হয় ইবী আবদিল্লাহ। হিজরী ৪র্থ সনে আবদুল্লাহ মারা যায়। তাবুক যুদ্ধের পরপর রুকাইয়্যা মারা যান। এরপর উসমানের সাথে উম্মু কুলসুমের বিয়ে হয় যদিও তাদের ঘরে কোন সন্তান আসেনি। হিজরী নবম সনে উম্মু কুলসুমও মারা যান।[citation needed]।
[সম্পাদনা] প্রাথমিক জীবন
অন্যান্য অনেক সাহাবীর মতই ইসলাম গ্রহণের পূর্বে উসমানের জীবন সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। জানা যায়, উসমান কুরাইশ বংশের অন্যতম বিখ্যাত কুষ্টিবিদ্যা বিশারদ ছিলেন। কুরাইশদের প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল। ইসলাম গ্রহণের পূর্বেও তার এমন বিশেষ কোন অভ্যাস ছিলনা যা ইসলামী নীতিতে ঘৃণিত। যৌবনেকালে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মত ব্যবসা শুরু করেন। ব্যবসা খাতে তার সাফল্য ছিল ঈর্ষণীয়। মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন বলেই তার উপাধি হয়েছিল গনী যার অর্ধ ধনী। Template:উসমান ই.এ. বেলায়েভ, ২০তম শতাব্দীর একজন সুন্নী ইসলামী চিন্তাবিদ লিখেছেন:
[সম্পাদনা] ইসলাম গ্রহণ
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ আসহাবে রাসূলের জীবনকথা - মুহাম্মদ আবদুল মা'বুদ
- ↑ আল-ইসতিয়াব
- ↑ ফিতনাতুল কুবরা - ডঃ তোহা হুসাইন
- ↑ আ রিস্টেইটমেন্ট অফ দ্য হিস্টরি অফ ইসলাম অ্যান্ড মুসলিম্স - Al-Islam.org [1] যা মোহাম্মেড অ্যান্ড দ্য রাইস অফ ইসলাম-কে নির্দেশ করে, লন্ডন, ১৯৩১)
- ↑ আসহাবে রাসূলের জীবনকথা - মুহাম্মদ আবদুল মা'বুদ
- ↑ আ রিস্টেইটমেন্ট অফ দ্য হিস্টরি অফ ইসলাম অ্যান্ড মুসলিম্স - Al-Islam.org [2] যা অ্যারাব্স, ইসলাম অ্যান্ড দ্য অ্যারাব ক্যালিফেট ইন দ্য আর্লি মিড্ল এজেস-কে নির্দেশ করে, নিউ ইয়র্ক, ১৯৬৯)
অন্যান্য:
- Levi Della Vida, G. and R.G. Khoury. "‘Uthmān b. ‘Affān." Encyclopaedia of Islam Online. Eds. P.J. Bearman et. al. 12 Vols. Brill, 2004. 30 October 2005 <http://www.encislam.brill.nl/>.
- http://www.anwary-islam.com/companion/usman_bin_affan.htm
[সম্পাদনা] বহিঃসংযোগ
মুসলিম ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গী:
শিয়া দৃষ্টিভঙ্গী:
পূর্বসূরী: উমর ইবনুল খাত্তাব |
খলিফা ৬৪৪ –৬৫৬ |
উত্তরসূরী: আলী ইবন আবী তালিব |