অ্যাবাকাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাবাকাস একটি প্রাচীন গণনাযন্ত্র, যাতে একটি কাঠের ফ্রেমের বসানো তারে লাগানো গুটি উপরে নীচে সরিয়ে গণনা করা হয়। ফ্রেমে বসানো একটি তারের উপর গুটিগুলি বসানো থাকে। এখনো অনেক জায়গায় অ্যাবাকাস ব্যবহার করা হয়।
[সম্পাদনা] ইতিহাস
রোমানদের হাতে তৈরি এবাকাস ছিল ব্রোঞ্জ নির্মিত লিপিফলক।[১] লিপিফলকটি খাঁজকাটা ছিল। গোলাকৃতির গুটিগুলি গড়িয়ে যেতে পারত। রোমানদের এবাকাস পরবর্তীকালে মধ্যপ্রাচ্যে এবং দূরপ্রাচ্যে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় শতকে চীনদেশের সাহিত্যে এবাকাস ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। কিন্তু ত্রয়োদশ শতাব্দীর আগে চীনদেশে এবাকাস তেমন ব্যপকভাবে ব্যবহৃত হয়নি। রোমান অ্যাবাকাস এবং চৈনিক এবাকাসের মধ্যে কিছুটা পার্থক্য ছিল। চৈনিক অ্যাবাকাসে প্রতিটি পর্যায়ে একটি করে গুটি বেশি থাকত এবং গুটিগুলি তারের উপর লাগানো থাকত। পঞ্চদশ শতাব্দী জাপানে অ্যাবাকাসের ব্যবহার শুরু হয়। উনবিংশ শতাব্দীতে এর একটি উন্নত সংস্করন প্রচলন হয়।
চীনে অ্যাবাকাসকে বলে সুয়ান পান (Suan-pan)। জাপানে বলা হয় সরোবান ( Soroban)।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ, প্রথম খন্ড