সমাজবাদী বাম দল (অস্ট্রিয়া)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সমাজবাদী বাম দল (Sozialistische LinksPartei) অস্ট্রিয়ার একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়।
দলটির নেতা হলেন সোংজা গ্রুশ । দলটি Vorwärts নামক পত্রিকা প্রকাশ করে থাকে।
২০০২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৩ ৯০৬ ভোট পেয়েছিল (০.০৮%) । কিন্তু দলটি সংসদে কোন আসনে জয় লাভ করতে সক্ষম হয় নাই।