সক্রিয় ছায়াপথ কেন্দ্রীন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যেসকল ছায়াপথের কেন্দ্র পুরো ছায়াপথের তুলনায় বেশি সক্রিয় এবং ইজ্জ্বল তাদেরকে সক্রিয় ছায়াপথ কেন্দ্রীন বলা হয়। এ ধরণের ছায়াপথ কর্তৃক উৎপাদিত শক্তির একটি বৃহদাংশ তার সাধারণ উপাদানগুলো হতে বিকিরিত হয়না। অর্থাৎ এদের মধ্যস্থিত তারা, ধূলিকণা এবং আন্তঃছায়াপথীয় মাধ্যম খুব বেশি শক্তি বিকিরণ করেনা। এই শক্তি ছায়াপথের ধরণের উপর নির্ভর করে বিভিন্ন তড়িৎচৌম্বক বর্ণালী যেমন অবলোহিত, বেতার তরঙ্গ, অতিবেগুনী, এক্স রশ্মি এবং গামা রশ্মি হিসেবে নিঃসারিত হয়।
এ ধরণের ছায়াপথের নাম হিসেবে এজিএন শব্দটি বহুল ব্যবহৃত হয়। এর পূর্ণরুপ হল: Active Galactic Nuclei বা সক্রিয় ছায়াপথ কেন্দ্রীন। কারণ এই ছায়াপথগুলো এর কেন্দ্রে অবস্থিত একটি বদ্ধ অঞ্চল থেকে ব্যাপক শক্তি পায়।
[সম্পাদনা] শ্রেণীবিভাগ
তিনটি প্যারামিটার দ্বারা সক্রিয় ছায়াপথ কেন্দ্রীনের শ্রেণীবিন্যাস করা হয়: আলোকীয় পরিবর্তনশীলতা (optical variability), বেতার নিঃসরণ (radio emission) এবং বর্ণালী সারির প্রস্থ (spectral line width)।
[সম্পাদনা] আরও দেখুন
- কোয়াসার
- রেডিও ছায়াপথ
- সেফার্ট ছায়াপথ
- ব্লাজার]
- কৃষ্ণগহ্বর