বিস্কে উপসাগর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিস্কে উপসাগর (ইংরেজি ভাষায়: Bay of Biscay, স্পেনীয় ভাষায়: Golfo de Vizcaya; ফরাসি ভাষায়: Golfe de Gascony; বাস্ক ভাষায়: Bizkaiko Golkoa; অক্সিটান ভাষায়: Golf de Gasconha) উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উপসাগর। এটি ফ্রান্সের পশ্চিম উপকূলে ব্রেস্ত শহর থেকে শুরু হয়ে ফ্রান্স-স্পেন সীমান্ত হয়ে স্পেনের উত্তর উপকূল বরাবর বিস্তৃত। স্পেনীয় প্রদেশ বিস্কায়া (Vizcaya)-র নামে এর স্পেনীয় ও ইংরেজি নামকরণ করা হয়েছে। ফ্রান্সে অবশ্য এটিকে দক্ষিণ-পশ্চিমের প্রাক্তন প্রদেশ গাস্কোনি-র নামে গাসকোনি উপসাগর নামে ডাকা হয়।
বিস্কে উপসাগর অত্যন্ত ঝঞ্ঝাবিক্ষুব্ধ এবং অনেক সম্প্রতিও এখানে ঝড়ে পড়ে বহু জাহাজ ও যাত্রী নিখোঁজ হয়েছেন। তবে বর্তমানে আবহাওয়ার পূর্বাভাস এবং জাহাজের উন্নতি হবার ফলে দুর্ঘটনার সংখ্যা কম।