প্রশান্ত মহাসাগর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পৃথিবীর মহাসাগরসমূহ (পৃথিবীর মহাসাগর) |
---|
|
প্রশান্ত মহাসমুদ্র (ল্যাটিন নাম Mare Pacificu থেকে, "peaceful sea" বা প্রশান্ত সাগর, যা নাম দিয়েছিলেন পর্তুগীজ অভিযাত্রিক ফার্দিনান্দ মাগিলান) পৃথিবীর বৃহত্তম মহাসাগর। এটি দক্ষিণে এন্টার্টিকা পর্যন্ত বিস্তৃত; পশ্চিমে এশিয়া এবং অস্ট্রেলিয়া ঘেরা; এবং এর পূর্বে রয়েছে আমেরিকা। প্রশান্ত মহাসাগর ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার (৬৫.৩ মিলিয়ন বর্গমাইল) এলাকা জুড়ে আছে যা পৃথিবীর মহাসাগরের বৃহত্তম অংশ এবং পৃথিবী পৃষ্ঠের জলভাগ অনুযায়ী প্রায় ৪৬ শতাংশ এবং পৃথিবী পৃষ্ঠের প্রায় ৩২ শতাংশ জায়গা দখল করে আছে যার পরিমাণ পৃথিবীর মোট ভূমির চেয়ে বেশি।[১]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ "Pacific Ocean". Britannica Concise. 2006. Chicago: Encyclopædia Britannica, Inc.