পারসোনাল ডিজিটাল এসিসটেন্ট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পি ডি এ বলতে বোঝায় পারসোনাল ডিজিটাল এসিসটেন্ট । একটি প্রায় সাইন্টিফিক ক্যালকুলেটর আকৃতির বহনযোগ্য ছোট ইলেকট্রনিক নোটবুক। যেখানে ডাইরির মত সব ধরনের তথ্য রাখা যায়। মোবাইল ফোনের ব্যাপক প্রসারের আগে প্রযুক্তি নির্ভরেরা এটি প্রচুর ব্যবহার করতেন। বর্তমানে মোবাইল ফোনগুলো পি ডি এ এর বৈশিষ্ঠগুলো তাদের মোবাইলে সংযোজন এর চেষ্টা করে যাচ্ছে।