দ্বিজেন্দ্রলাল রায়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্বিজেন্দ্রলাল রায় (জুলাই ১৯, ১৮৬৩-মে ১৭, ১৯১৩) একজন বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার। তিনি ডি এল রায় নামেও পরিচিত।
সূচিপত্র |
[সম্পাদনা] প্রাথমিক ও কর্ম জীবন
দ্বিজেন্দ্রলালের জন্ম নদীয়ার কৃষ্ণনগর শহরে। তাঁর পিতা কার্তিকেয় চন্দ্র রায় ছিলেন স্থানীয় দেওয়ান। তাঁর মা প্রসন্নময়ী দেবী আদিত্য প্রভূর বংশধর ছিলেন। দ্বিজেন্দ্রলাল হুগলি কলেজ থেকে ১৮৮৩ সালে কলা বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন, এবং ১৮৮৪ সালে কলকাতার প্রেসিডেন্সী কলেজ হতে এমএ ডিগ্রি পান। উচ্চশিক্ষার্থে লন্ডনে গিয়ে তিনি রয়াল এগ্রিকালচারাল কলেজ ও এগ্রিকালচারাল সোসাইটি হতে কৃষিবিদ্যায় FRAS এবং MRAC ও MRAS ডিগ্রি অর্জন করেন। ভারতবর্ষে ফিরে তিনি জরিপ ও কর মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেন, এবং মধ্যপ্রদেশে সরকারী দপ্তরে যোগ দেন। পরে তিনি দিনাজপুরে সহকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পান। ১৮৮৭ সালে তিনি প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতাপচন্দ্র মজুমদারের কন্যা সুরবালা দেবীকে বিবাহ করেন। ১৮৯০ সালে বর্ধমান এস্টেটের সুজামুতা পরগনায় সেটেলমেন্ট অফিসার হিসাবে কর্মরত অবস্থায় কৃষকদের অধিকার বিষয়ে তাঁর সাথে বাংলার ইংরেজ গভর্নরের বিবাদ ঘটে। পরবর্তীতে শারীরিক অসুস্থতার জন্য তিনি সরকারী চাকরী হতে অবসর নেন।
[সম্পাদনা] সাহিত্য কর্ম
দ্বিজেন্দ্রলালের সাহিত্যে তাঁর দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে। কৈশোরেই তিনি কবিতা রচনা শুরু করেন। তিনি পাঁচ শতাধিক গান লিখেছেন, যা দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। ১৯০৫ সালে তিনি কলকাতায় পূর্নিমা সম্মেলন নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯১৩ সালে তিনি ভারতবর্ষ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন।
[সম্পাদনা] গ্রন্থতালিকা
[সম্পাদনা] কাব্যগ্রন্থ
- আর্যগাঁথা, ১ম খন্ড (১৮৮৪)
- The Lyrics of India (ইংল্যান্ডে থাকাকালীন রচিত) (১৮৮৬ )
- আর্যগাঁথা, ২য় খন্ড (১৮৮৪)
- হাসির গান (১৯০০)
- মন্দ্র (১৯০২)
- আলেখ্য (১৯০৭)
- ত্রিবেণী (১৯১২)
[সম্পাদনা] রম্য ও ব্যঙ্গাত্মক রচনা
- একঘরে (১৮৮৯)
- সমাজ বিভ্রাট ও কাল্কি অবতার (১৮৯৫)
- ত্র্যহস্পর্শ (১৯০০)
- প্রাশচিত্ত (১৯০২)
- পূনর্জন্ম (১৯১১)
[সম্পাদনা] গীতিনাট্য
- পাষাণী (১৯০০)
- সীতা (১৯০৮)
- ভীষ্ম (১৯১৪)
[সম্পাদনা] সামাজিক নাটক
- পারাপারে (১৯১২)
- বঙ্গনারী (১৯১৬)
[সম্পাদনা] ঐতিহাসিক নাটক
- তারাবাঈ (১৯০৩)
- রাণা প্রতাপসিংহ (১৯০৫)
- দুর্গাদাশ (1906)
- নূরজাহান (১৯০৮)
- শাহজাহান (১৯০৯)
- চন্দ্রগুপ্ত (১৯১১)
[সম্পাদনা] মৃত্যু
১৯১৩ সালের ১৭ই মে তারিখে কলকাতায় দ্বিজেন্দ্রলালের জীবনাবসান ঘটে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- দ্বিজেন্দ্রলাল রায়, বাংলাপিডিয়া।
- সংসদ বাংলা চরিত্রাবিধান
[সম্পাদনা] বহিঃসংযোগ
- D.L. Roy, শ্রী চিন্ময় রচিত প্রবন্ধ, PoetSeers.org ওয়েবসাইট।