ডেক্সটার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেক্সটার চরিত্রটি কার্টুন নেটওয়ার্কে প্রচারিত ডেক্সটার্স ল্যবরেটরির মূল চরিত্র। এর স্রষ্টা গেন্ডি তারতাকভস্কি। হ্যানা বারবারা'র কর্তৃক পরিচালিত হয় কার্টুন নেটওয়ার্কে ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত এবং ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত যায় কার্টুন নেটওয়ার্ক স্টুডিও তে।