গ্লেন ম্যাকগ্রা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Glenn McGrath অস্ট্রেলিয়া (AUS) |
|||
ব্যাটিং এর ধরন | ডান হাতি ব্যাট | ||
বোলিং এর ধরন | ডান হাতি মিডিয়াম ফাস্ট | ||
টেষ্ট ক্রিকেট | একদিনের আন্তর্জাতিক | ||
ম্যাচ | ১১৯ | ২২১ | |
রান | ৬৩১ | ১০৪ | |
ব্যাটিং গড় | ৭.৫১ | ৩.৭১ | |
১০০/৫০ | -/১ | -/- | |
সবচেয়ে বেশি রান | ৬১ | ১১ | |
ওভার | ২৭৯৯৩ | ১১৫৬৩ | |
উইকেট | ৫৪২ | ৩৩১ | |
বোলিং গড় | ২১.৫৫ | ২২.৪৩ | |
৫ উইকেট প্রতি ইনিংস | ২৮ | ৭ | |
১০ উইকেট প্রতি ম্যাচ | ৩ | নেই | |
সবচেয়ে ভাল বোলিং | ৮/২৪ | ৭/১৫ | |
ক্যাচ/স্টাম্পিং | ৩৭/- | ৩৪/- | |
১৫ ফেব্রুয়ারি, ২০০৬ |
গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রা (জন্ম ফেব্রুয়ারি ৯, ১৯৭০, ডুব্বো, নতুন দক্ষিণ ওয়ালস) একটি অস্টেলীয় ক্রিকেট খেলোয়ার। তিনি ক্রিকেটের ইতিহাসে, সর্বাপেক্ষা উচ্চভাবে বিবেচিত এক ফাস্ট বোলার এবং মধ্য ১৯৯০ থেকে ২০০৬ বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার কৃর্তৃত্বে একজন নেতৃত্বদানকারী। তিনি ফাস্ট বোলারদের মধ্যে টেষ্টে সর্বোচ্চ উইকেটের নেওয়ার পৃথিবী রেকর্ডের অধিকারী। যেখানে ম্যাকগ্রা একজন প্রতিভাবান বোলার, সেখানে ব্যাটসম্যান হিসেবে তিনি সংগ্রাম করে যাচ্চেন, ওডিআইতে ও টেষ্ট ম্যাচে ইনিংস প্রতি গড় মাত্র ৩.৭৭ ও ৭.৫১ রান।