গুয়ারানি ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুয়ারানি avañe'ẽ |
||
---|---|---|
উচ্চারণ: | আ-ধ্ব-ব: /aʋaɲẽˈʔẽ/ | |
যেসব রাষ্ট্রে প্রচলিত: | আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে | |
মোট ভাষাভাষী সংখ্যা: | ৭০ লক্ষ | |
ভাষা পরিবার: | টুপীয় টুপি-গুয়ারানি গুয়ারানি (১) গুয়ারানি |
|
লিপি: | লাতিন বর্ণমালা (গুয়ারানি প্রভেদ) | |
প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
যেসব দেশের রাষ্ট্রভাষা: | প্যারাগুয়ে[1] মের্কোসুর |
|
নিয়ন্ত্রক সংস্থা: | নেই | |
ভাষা কোডসমূহ | ||
ISO 639-1: | gn | |
ISO 639-2: | grn | |
ISO/FDIS 639-3: | variously: grn — Guaraní (generic) nhd — Chiripá gui — Eastern Bolivian Guaraní gun — Mbyá Guaraní gug — Paraguayan Guaraní gnw — Western Bolivian Guaraní |
|
দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। |
গুয়ারানি (গুয়ারানি নাম: avañe'ẽ আভ়াঞেঁ'এঁ আ-ধ্ব-ব: [aʋaɲẽˈʔẽ]; স্পেনীয়: Guaraní) দক্ষিণ আমেরিকার একটি আদিবাসী ভাষা। এটি টুপি-গুয়ারানি ভাষা উপপরিবারের অন্তর্গত। স্পেনীয় ভাষার পাশাপাশি গুয়ারানি প্যারাগুয়ের একটি সরকারী ভাষা। প্যারাগুয়ের ৯৪% লোক গুয়ারানিতে কথা বলেন। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলিতে, বিশেষ করে আর্জেন্টিনার উত্তরাংশ, বলিভিয়ার পূর্বাংশ এবং ব্রাজিলের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলিতে এই ভাষা প্রচলিত। প্যারাগুয়ে ছাড়াও গুয়ারানি আর্জেন্টিনার কোর্রিয়েন্তেস ও মিসিওনেস প্রদেশের দ্বিতীয় সরকারী ভাষা। [১] [২]
গুয়ারানি-ই একমাত্র আদিবাসী আমেরিকান ভাষা যার বক্তাদের প্রায় সবাই অ-আদিবাসী। দক্ষিণ আমেরিকার ভাষা অবস্থার প্রেক্ষাপটে এটি একটি অনিয়মিত ঘটনা। সাধারণত স্পেনীয় বা পর্তুগিজ ভাষাই দক্ষিণ আমেরিকার দেশগুলির মূল ও বেশি সম্মানিত ভাষা হিসেবে প্রচলিত। প্যারাগুয়ে ও গুয়ারানির ক্ষেত্রে এর উল্টোটা ঘটেছে। এখানে স্পেনীয় ও আধা-স্পেনীয়রাও গুয়ারানিতেই কথা বলেন।