কবীর সুমন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কবীর সুমন (জন্ম ১৬ই মার্চ, ১৯৫০ কলকাতা) একজন বাঙালি গায়ক। পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। তিনি বাংলা গানে নামে এক নতুন ধারার প্রবর্তন করেন ১৯৯২ সালে তাঁর 'তোমাকে চাই' অ্যালবামের মাধ্যমে। তাঁর স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরটি। সুমন শুধু গানই গাননা, তাঁরে গানের লেখা, সুরও অধিকাংশ নিজেরই এবং কখনো নিজেই যন্ত্রানুসঙ্গ (গীটার, কিবোর্ড, মাউথ ওরগান, পিয়ানো প্রভৃতি) বাজান। তার সাম্প্রতিক অ্যালবামগুলোর রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং এবং সর্বপরি সমস্ত কাজ একাই করেছেন।
২০০০ সালে তিনি বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিবাহ করন, এবং ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে কবীর সুমন নাম নেন। কবীর সুমন এর সাম্প্রতিকতম অ্যালবাম 'তেরো' -১৩ সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাওয়া।
[সম্পাদনা] অ্যালবাম
- ১৯৯২: তোমাকে চাই
- ১৯৯৩: বসে আঁকো .
- ১৯৯৩: ইচ্ছে হলো
- ১৯৯৪: গানওলা
- ১৯৯৫: ঘুমাও বাউণ্ডুলে
- ১৯৯৬: চাইছি তোমার বন্ধুতা
- ১৯৯৭: জাতিস্মর
- ১৯৯৮: নিষিদ্ধ ইস্তেহার
- ১৯৯৯: পাগলা সানাই
- ২০০০: যাবো অচেনায়
- ২০০০: নাগরিক কবিয়াল
- ২০০২: আদাব
- ২০০৩: রিচিং আউট (Reaching Out, ইংরাজী)
- ২০০৫: দেখছি তোকে
- ২০০৬: তেরো
- ২০০৭: নন্দীগ্রাম
[সম্পাদনা] বহিঃসংযোগ
কবীর সুমন ফোরাম : http://www.kabirsuman.org/forum/