আলাপ:কন্ক রিপাবলিক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ ধরনের নিবন্ধ তৈরি করার মানে কি হতে পারে?--বেলায়েত ২১:০৪, ১০ জুন ২০০৬ (UTC)
- See en:Conch Republic. --Ragib ২১:১২, ১০ জুন ২০০৬ (UTC)
আপাত দৃষ্টিতে এ নিবন্ধের কোন মূল্য আছে কি? এটার content দেখেন "ক্নক রিপাবলিক নামে কোন রাষ্ট্র নেই"।--বেলায়েত ২১:২৮, ১০ জুন ২০০৬ (UTC)
-
- copy pasting "allagation" from MyTalk Page.
"বেলায়েত ভাই ঠিকই বলেছেন, একমাত্র লাইনটি থেকে কিছু বুঝা মুসকিল। কিন্তু বেলায়েত ভাই ;) এই রকম ধাঁধাঁয় পরে যাবেন, বুঝি নি; যদিও কাউকে ধাঁধাঁয় ফেলা আমার উদ্দেশ্য ছিল না। আসলে, আমার এক অতি চালাক বন্ধু তার ভাইয়ের জন্য ওই কন্ক রিপাবলিকের পাসপোর্ট কিনে দিয়েছিল, আমেরিকা পাঠানোর আশায়। তখন আমি ইন্টারনেট ঘেঁটে, ইংরেজী উইকি থেকে সকল সত্য (fact) তাকে জানাই। এতে করে সে উপকৃত হয়, এবং পরবর্তিতে আরও অর্থ নষ্ট করা থেকে বিরত থাকে। এটি একটি সাধারন অভ্যাস আমাদের বাংলাদেশে, কি করে খুব সহজে স্বপ্নের দেশে যাওয়া যায়। কেউ যদি আমার বন্ধুর মত ভূল বুঝে কন্ক রিপাবলিক সম্পর্কে, তাঁকে একটি গ্রহনযোগ্য সূত্র সম্পর্কে বলা যেতে পারে, যা সে নিজে পড়তে পারবে। কিন্তু আমার ওই বন্ধুর মত যদি অন্য কেহ ইংরেজী একটু কম বুঝে! তাই হঠাৎ মাথায় চিন্তাটা এলো যে, শুরু করি। -mak ১৮:২৭, ১১ জুন ২০০৬ (UTC)" - mak ১৮:৪৯, ১১ জুন ২০০৬ (UTC)