উদারপন্থী সভা (অস্ট্রিয়া)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদারপন্থী সভা (Liberales Forum বা LIS) অস্ট্রিয়ার একটি উদারপন্থী রাজনৈতিক দল। এই দলটি ১৯৯৩ সালে Heide Schmit কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।
দলটির নেতা হলেন 'আলেক্সান্ডার জাঁক' (Alexander Zach)।
২০০২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৪৮ ০৮৩ভোট পেয়েছিল (০.৯৮%) । কিন্তু দলটি সংসদে কোন আসনে জয় লাভ করতে সক্ষম হয় নাই।
ইউরোপীয় পার্লামেন্টে এই দলের ১টি আসন রয়েছে।