আশা ভোঁসলে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশা ভোঁসলে (জন্ম সেপ্টেম্বর ৮ , ১৯৩৩) একজন ভারতীয় গায়িকা। মূলত তিনি হিন্দি সিনেমার নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য বিখ্যাত । আশা ভোঁসলে ভারতের জনপ্রিয়তম গায়িকাদের মধ্যে একজন । ১৯৪৩ সাল থেকে আরম্ভ করে তিনি ষাট বছরেরও বেশী সময় ধরে গান গেয়ে চলেছেন । তিনি তাঁর কেরিয়ারে মোট ৯২৫ টিরও বেশী সিনেমায় গান গেয়েছেন । মনে করা হয় তিনি ১২০০০ এরও বেশী গান গেয়েছেন কিন্তু এই সংখ্যা গণনা করা সহজ কাজ না । তাঁর দিদি তাঁর মতই আরেক জনপ্রিয় গায়িকা লতা মঙ্গেশকর ।
সূচিপত্র |
[সম্পাদনা] জীবনী
[সম্পাদনা] গায়িকা জীবনের বিশেষ সময়
তাঁর গায়িকা জীবনকে খতিয়ে দেখলে চারটি সিনেমা কে চিহ্নিত করা যায় তাঁর কেরিয়ারের বিশেষ গুরুত্বপূর্ণ মাইলফলক বলে । এগুলি হল নয়া দৌড়(১৯৫৭), তিসরি মঞ্জিল (১৯৬৬), উমরাও জান, (১৯৮১) এবং রঙ্গীলা(১৯৯৫) ।
[সম্পাদনা] সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ
[সম্পাদনা] ও পি নাইয়ার
[সম্পাদনা] খৈয়াম
[সম্পাদনা] রবি
[সম্পাদনা] শচীন দেব বর্মন
[সম্পাদনা] রাহুল দেব বর্মন
[সম্পাদনা] এ আর রহমান
[সম্পাদনা] অন্যান্য সুরকার
[সম্পাদনা] হিন্দি সিনেমার বাইরে অন্যান্য গান
[সম্পাদনা] বাংলা গান
আশা ভোঁসলে বাংলা সিনেমার জন্য বহু ছবিতে নেপথ্য সঙ্গীত গেয়েছেন । এছাড়া তিনি বাংলা আধুনিক গান ও রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন ।
[সম্পাদনা] পুরস্কার
১৯৭৭ সাল পর্যন্ত আশা ভোঁসলে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার পেয়েছেন । ১৯৭৭ সালের পর তিনি জানান যে তাঁর নাম যেন আর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য গণ্য করা না হয় । ২০০১ সালে তিনি ফিল্মফেয়ার লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পান।