আইসল্যান্ডের ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইসল্যান্ডীয় ভাষা আইসল্যান্ডের জাতীয় ভাষা। প্রায় ৩ লক্ষ লোক এই ভাষায় কথা বলেন। সরকারী নথিপত্রে এই ভাষাই ব্যবহৃত হয়। তবে বিজ্ঞান গবেষণা পত্রিকাগুলি ইংরেজিতে ছাপিয়ে থাকে। স্কুল কলেজে শিক্ষার মাধ্যম আইসল্যান্ডীয় ভাষা।
আইসল্যান্ডের স্কুলগুলিতে ১৯৯৯ সালের আগ পর্যন্ত দ্বিতীয় ভাষা হিসেবে ডেনীয় ভাষা পড়ানো হত। ১৯৯৯ থেকে এখন সে জায়গায় ইংরেজি পড়ানো হয়।
আইসল্যান্ডে অভিবাসী সংখ্যালঘু সম্প্রদায়গুলি ইংরেজি, ডেনীয়, সুয়েডীয় ও নরওয়েজীয় ভাষায় কথা বলে। এছাড়া ১৯৭০-এর দশকের শেষে অভিবাসনের ফলে দেশটিতে ভিয়েতনামীয়দের একটি ছোট সম্প্রদায়ের বসতি হয়েছে, যারা ভিয়েতনামীয় ভাষায় কথা বলে।
[সম্পাদনা] আরও দেখুন
|
---|
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
---|
অস্ট্রিয়া • আইসল্যান্ড • আয়ারল্যান্ড • আর্মেনিয়া • আলবেনিয়া • ইউক্রেন • ইতালি • অ্যান্ডোরা • এস্তোনিয়া • ক্রোয়েশিয়া • গ্রীস • চেক প্রজাতন্ত্র • জর্জিয়া • জার্মানি • ডেনমার্ক • তুরস্ক • নরওয়ে • নেদারল্যান্ড্স • পর্তুগাল • পোল্যান্ড • ফ্রান্স • ফিনল্যান্ড • বুলগেরিয়া • বসনিয়া ও হার্জেগোভিনা • বেলজিয়াম • বেলারুশ • ভ্যাটিকান সিটি • মন্টিনেগ্রো • মাল্টা • মলদোভা • মেসিডোনিয়া • মোনাকো • যুক্তরাজ্য • রাশিয়া • রোমানিয়া • লুক্সেমবার্গ • লাটভিয়া • লিশটেনস্টাইন • লিথুয়ানিয়া • সুইজারল্যান্ড • সুইডেন • স্পেন • স্লোভাকিয়া • স্লোভেনিয়া • সান মেরিনো • সার্বিয়া • সিসিলি দ্বীপপুঞ্জ • হাঙ্গেরী |