অস্ট্রিয়ার সমাজবাদী গণতন্ত্রী পার্টি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্ট্রিয়ার সমাজবাদী গণতন্ত্রী পার্টি (Sozialdemokratische Partei Österreichs) অস্ট্রিয়ার একটি সমাজবাদী গণতন্ত্রী রাজনৈতিক দল। এই দলটি ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।
দলটির নেতা হলেন Alfred Gusenbauer ।
দলটির তরুণ সংগঠন হল Sozialistische Jugend Österreich ।
২০০২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ১ ৭৯২ ৪৯৯ ভোট পেয়েছিল (৩৬.৫১%, ৬৯টি আসন) ।
২০০৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী Heinz Fischer ২ ১৬৬ ৬৯০ ভোট (৫২.৪%) পেয়ে জয়লাভ করেন।
ইউরোপীয় পার্লামেন্টে এই দলের ৭টি আসন রয়েছে।
দলটি সোশালিস্ট ইন্টারন্যাশনাল নামক সমাজবাদী আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত।