অন্ধ্র প্রদেশ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অন্ধ্র প্রদেশ (তেলুগু ఆంధ్ర ప్రదేశ్, উর্দু آندھرا پردیش, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় /aːnd̪ʰrə prədeːʃ/) ভারতের একটি রাজ্য। রাজধানী হায়দ্রাবাদ। এটি ইতিহাস প্রসিদ্ধ স্থান। চারমিনার মসজিদ স্থাপত্যকর্ম ও প্রাচীনত্বের জন্য বিখ্যাত। অপর বড় শহর বিশাখাপত্তনম । এই বন্দরনগরীতে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে।
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল | |
---|---|
রাজ্য | অন্ধ্র প্রদেশ • অরুণাচল প্রদেশ • অসম • বিহার • ছত্তিসগড় • গোয়া • গুজরাট • হরিয়ানা • হিমাচল প্রদেশ • জম্মু ও কাশ্মীর • ঝাড়খণ্ড • কর্ণাটক • কেরালা • মধ্য প্রদেশ • মহারাষ্ট্র • মণিপুর • মেঘালয় • মিজোরাম • নাগাল্যান্ড • ওড়িশা • পাঞ্জাব • রাজস্থান • সিকিম • তামিল নাড়ু • ত্রিপুরা • উত্তরাখণ্ড • উত্তর প্রদেশ • পশ্চিমবঙ্গ |
কেন্দ্রশাসিত অঞ্চল | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ • চন্ডীগড় • দাদরা ও নগর হাভেলি • ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লী • দমন ও দিউ • লাক্ষাদ্বীপ • পন্ডিচেরী |