ব্যবহারকারী:Tanvir
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজঃ ৭ জুন, শনিবার, ২০০৮ |
বাংলা উইকিপিডিয়া পরিসংখ্যান মোট নিবন্ধের সংখ্যাঃ ১৭,৫১১ মোট পৃষ্ঠা সংখ্যাঃ ৬৯,২৮৫ মোট ফাইলের সংখ্যাঃ ১,২৫৬ মোট ব্যবহারকারীর সংখ্যাঃ ২,২৭১ |
সূচিপত্র |
[সম্পাদনা] আমি
আমি মোহাম্মাদ তানভীরুজ্জামান। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে পাশ করে এখন একটি সফটওয়্যার ফার্মে কর্মরত আছি।
[সম্পাদনা] আমার কলেজ
[সম্পাদনা] আমার স্কুল
আমি খুলনা সেন্ট জোসেফস্ উচ্চবিদ্যালয় এবং খুলনা জিলা স্কুলে পড়াশুনা করেছি।
[সম্পাদনা] আমার পছন্দ
আমি সৌন্দর্যের এক অসহায় পুজারি।
আমার ই-মেইল ঠিকানা হলো- tanvir.zaman@csebuet.org
[সম্পাদনা] আমার অবদান
[সম্পাদনা] বাংলা উইকি
আমার সম্পাদনার পরিসংখ্যান।
অনেক সময় উইকিপিডিয়া সার্ভারে আগের মানগুলো ক্যাশে করা থাকে, সেগুলো পরিষ্কার করে নতুন মান (যেমন নিবন্ধ সংখ্যা) দেখতে হলে এখানে ক্লিক করুন , এবং আবার চেষ্টা করুন।
[সম্পাদনা] আমার শুরু-করা টেম্পলেটসমূহ
Template:তথ্যছক বিজ্ঞানী, Template:ব্যবহারকারী পৃষ্ঠা, Template:আদ্যক্ষর তালিকা, Template:তথ্যছক প্রোগ্রামিং ভাষা, Template:পদার্থবিজ্ঞান-অসম্পূর্ণ, Template:জীবন বিজ্ঞান-অসম্পূর্ণ, Template:সাহিত্য-অসম্পূর্ণ, Template:রাজনীতি-অসম্পূর্ণ, Template:পদার্থবিজ্ঞানী-অসম্পূর্ণ, Template:রাজনীতিবিদ-অসম্পূর্ণ, Template:অভিনেতা-অসম্পূর্ণ, Template:লেখক-অসম্পূর্ণ
[সম্পাদনা] আমার শুরু-করা নিবন্ধসমূহ
[সম্পাদনা] পদার্থ বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা
রজার পেনরোজ, স্টিফেন হকিং, ওজমা প্রকল্প, ডপলার ক্রিয়া, সংকট ঘনত্ব, রাতুল অপসরণ, নীল অপসরণ, সুপারনোভা, টিটিয়ুস-বোডে নীতি, জুল, ডিউটেরিয়াম, তরঙ্গ দৈর্ঘ্য, ত্রৈধ বিন্দু, দোদুল্যমান মহাবিশ্ব তত্ত্ব, ধ্রুবমাতা, নিউক্লীয় ফিউশান্, নিউট্রন, নিশ্চল ভর, পরম ঔজ্জ্বল্য, পারসেক, পিঞ্চ ক্রিয়া, প্রোটন, প্লাজমা, প্ল্যাংকের ধ্রুবক, ফোনন, ফ্রিডম্যানের নকশা, বি এল ল্যাকারটি বস্তু, বিশেষ আপেক্ষিকতত্ত্ব, বৃহৎ বিস্ফোরণ তত্ত্ব, বৈশিষ্ট্যমূলক প্রসারণকাল, বোল্ট্স্মান ধ্রুবক, বোসন, প্রতিকণা, ব্যারিয়ন, মহাকর্ষীয় তরঙ্গ, মহাজাগতিক একক, মহাজাগতিক রশ্মি, স্ট্রিং তত্ত্ব, লম্বন, লসন শর্ত, শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ, সবল মিথষ্ক্রিয়া, সাধারণ আপেক্ষিকতত্ত্ব, সূক্ষ্ম-গঠন ধ্রুবক, সৃষ্টিতত্ত্বীয় ধ্রুবক, সৃষ্টিতত্ত্বীয় নীতি, সেকেন্ড (কোণ), স্টেফান-বোলজম্যান নীতি, হাবলের নীতি, তাপ-নিউক্লীয় বিক্রিয়ক, ফাইনম্যান চিত্র, স্পিন (পদার্থবিজ্ঞান), প্রতিনিউট্রিনো, নদীমুখ, অপভূ, হীরকাঙ্গুরী প্রক্রিয়া, অ্যাকোনড্রাইট, বেইলি'র হার, সূর্যগ্রহণ, পল ডিরাক, ডিরাক সমীকরণ, প্ল্যাংকের দৈর্ঘ্য, জোয়েল শের্ক, এডওয়ার্ড উইটেন, আব্দুস সালাম (পদার্থবিজ্ঞানী), শেল্ডন গ্ল্যাশো, স্টিভেন ভেইনবার্গ, মানবীয় তত্ত্ব, সের্ন, থিওডোর কালুজা, ক্যালাবি-ইয়ো ম্যানিফোল্ড, মৌল-কণিকা গোত্র, জেমস্ চ্যাডউইক, কোয়ার্ক, উলফগ্যাং পলি, পলির বর্জন নীতি, অনিশ্চয়তা নীতি
[সম্পাদনা] গণিত
অধিবাস্তব সংখ্যা, হাইগেনের ঘড়ি, গিঁট, জোসেফ ফুরিয়ে, মাইকেল আতিয়াহ্, ফিল্ডস পদক, ফ্রাক্টাল, ভগ্নাংশ (গণিত), ফার্মার শেষ উপপাদ্য, পেল সমীকরণ, নোয়াম এলকিয়েজ
[সম্পাদনা] কম্পিউটার বিজ্ঞান
লেনার্ড এডলম্যান, রন রিভেস্ট, সজাগকাল, ঊর্দ্ধসীমা, টোনি হোর, কুইক সর্ট, জন বাকাস, আলোন্জো চার্চ, ফ্রেড ব্রুক্স, বিখ্যাত প্রোগ্রামারদের তালিকা, এডগার কড, কেন টম্পসন, জিন আম্ডাল, কেনেথ আইভার্সন, জন ভিনসেন্ট আটানসফ, বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ
[সম্পাদনা] রসায়ন
আদর্শ তাপমাত্রা ও চাপ, লশমিড ধ্রুবক, অ্যাভোগাড্রো সংখ্যা, সায়ানোজেন
[সম্পাদনা] জীব বিজ্ঞান
ফ্রান্সিস ক্রিক, জেমস ওয়াটসন, মরিস উইলকিন্স, ক্যারি মুলিস, ডিএনএ, আরএনএ, রোজালিন্ড ফ্রাঙ্কলিন
[সম্পাদনা] সাহিত্য
আর্থার কোনান ডয়েল, হেরমান হেস, দ্য আউটসাইডার, জেমস জিনস, লুইস ক্যারল, ইয়ান মার্টেল, আবু হেনা মোস্তফা কামাল
[সম্পাদনা] বিনোদন
আল পাচিনো, রবার্ট ডি নিরো, একাডেমী পুরস্কার
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] ক্রীড়া
[সম্পাদনা] যে সব নিবন্ধে আমার উল্লেখযোগ্য অবদান রয়েছে
রিচার্ড ফাইনম্যান, আলবার্ট আইনস্টাইন, আলবেয়ার কামু, চন্দ্রশেখর সীমা, এরউইন শ্রোডিঙ্গার
এ ব্যবহারকারী একজন অনুবাদক যিনি অনুবাদ প্রকল্পে ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। |