স্টিভেন জেরার্ড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টিভেন জেরার্ড | ||
ব্যক্তিগত তথ্য | ||
---|---|---|
জন্মতারিখ | ৩০ মে ১৯৮০ | |
জন্মস্থান | হুইস্টন, মার্সিসাইড, ইংল্যান্ড | |
উচ্চতা | ৬'১(১.৮৫ মি) | |
ডাকনাম | "স্টিভি জি" | |
অবস্থান | মধ্যমাঠ | |
ক্লাব তথ্য | ||
বর্তমান ক্লাব | লিভারপুল | |
নম্বর | ৮ | |
যুব ক্লাব | ||
১৯৮৯–১৯৯৮ | লিভারপুল | |
পেশাদারী ক্লাব* | ||
বছর | ক্লাব | উপস্থিতি (গোল) |
১৯৯৮–বর্তমান | লিভারপুল | ২৩২ (৩৭) |
জাতীয় দল | ||
২০০০–বর্তমান | ইংল্যান্ড | ৪৭ (৯) |
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
স্টিভেন জেরার্ড ইংল্যান্ড ফুটবল দলের সদস্য। তাঁর জন্ম ১৯৮০সালের ৩০শে মে ইংল্যান্ডের হুইস্টোন এ।
অবস্থান: মাঝমাঠ।
বর্তমান ক্লাব: লিভারপুল ।
ক্লাব দলের তিনি অধিনায়ক।মাঝমাঠের খেলোয়াড় হলেও দলের প্রয়োজনে আক্রমনভাগ এমনকি রক্ষনভাগেও খেলে থাকেন । দ্রুতগতির দৌড়,তীব্র শট এবং অনুপ্রেরনা যোগানোর জন্য তিনি খুব জনপ্রিয় এবং বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মাঝমাঠের খেলোয়াড়।
[সম্পাদনা] অর্জন
ব্যাক্তিগত:
পিএফএ সেরা খেলোয়াড় (২০০৬)
উয়েফা চ্যাম্পিয়নস লীগ সেরা খেলোয়াড় (২০০৪-২০০৫)
পিএফএ সেরা তরুণ খেলোয়াড় (২০০১)
ক্লাব:
এফএ কাপ (২০০০-২০০১,২০০৫-২০০৬)
উয়েফা চ্যাম্পিয়নস লীগ (২০০৪-২০০৫)
লীগ কাপ (২০০০-২০০১,২০০২-২০০৩)
ইউরোপিয়ান সুপার কাপ (২০০১-২০০২)
চ্যারিটি শিল্ড (২০০১-২০০২)
উয়েফা কাপ (২০০০-২০০১)
[সম্পাদনা] গোলসংখ্যা
২০০৬ সালের জুলাই পর্যন্ত হিসাব।
আন্তর্জাতিক-৪৭ ম্যাচে ৯ গোল।
ক্লাব ম্যাচ-২৩২ ম্যাচে ৩৭ গোল ।