সার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যেসব পদার্থ গাছের বৃদ্ধিকে তরান্বিত করার জন্য মাটিতে যোগ করা হয় সেগুলোকে সার বলে। সার জৈব বা অজৈব, প্রাকৃতিক বা রাসায়নিক উপায়ে তৈরী হতে পারে। সার সাধারণত মূখ্য পুষ্টি উপাদানসমূহ (নাইট্রোজেন,ফসফরাস, পটাসশয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি) এবং কিছু সময় গৌণ পুষ্টি উপাদানসমূহ (বোরন, ক্লোরিন,ম্যাঙ্গানিজ,লৌহ, জিংক, কপার, মলিবডেনামইত্যাদি) সরবরাহ করে।