মিশ ধাতু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিশ ধাতু (Misch metal) ৫০% সিরিয়াম(Cerium), ২৫% ল্যান্থানাম(Lanthanum), ১৮% নিওডিমিয়াম(Neodymium), ৫% প্র্যাসিওডিমিয়াম(Praseodymium) এবং অন্যান্য বিরল মৃত্তিকা ধাতুর সংকর। হাল্কা চকমকি পাত (Flint) তৈরিতে লোহার সাথে মিশ ধাতু প্রায় ৩০% পর্যন্ত আর লোহার নমনীয়তা বাড়াতে এই ধাতু স্বল্পমাত্রায় সংকর হিসাবে মেশান হয়ে থাকে। এছাড়াও এই ধাতু মিশিয়ে তামা-সংকরকে শক্ত, এলুমিনিয়াম-সংকরকে মজবুত, ম্যাগনেশিয়াম-সংকরকে চাপ ও তাপ-জনিত বিকৃতি(Creep) থেকে রক্ষা এবং নিকেল-সংকরকে বেশীমাত্রার জারণ(Oxidation) থেকে রক্ষা করা হয়।