জিন বার্কো গ্লীসন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিন বার্কো গ্লীসন (ইংরেজি ভাষায়: Jean Berko Gleason) একজন মার্কিন মনোভাষাবিজ্ঞানী ও বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটা। তিনি ১৯৫৮ সালে উদ্ভাবিত উগ্ পরীক্ষা-র (Wug test) জন্য বিখ্যাত। পরীক্ষাটিতে শিশুরা কী ভাবে কোনো ভাষার ব্যাকরণের জ্ঞান অর্জন করে তা অনুসন্ধান করা হয়।
[সম্পাদনা] প্রকাশিত গ্রন্থাবলি
- Psycholinguistics, 2nd ed. (1997), Wadsworth Publishing.
- The Development of Language, 6th ed. (2005), Allyn & Bacon.