গ্রিক দর্শন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রিক দর্শন (ইংরেজি ভাষায়: Greek Philosophy) গ্রিকদের, বিশেষত ৬০০ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত গ্রিক সভ্যতার শিখরে অবস্থানের সময় উদ্ভাবিত দার্শনিক ধারণাগুলির সমষ্টিগত রূপ। পাশ্চাত্যের পরবর্তী সমস্ত দর্শনই গ্রিক দর্শনের অনুগামী। গ্রিক দর্শনের অনুকল্পগুলির ছায়া আধুনিক বিজ্ঞানের নানা মূলনীতিতে খুঁজে পাওয়া যায়। গ্রিক দার্শনিকদের বিভিন্ন নৈতিক ধারণা খ্রিস্টান নৈতিক কাঠামোয় গ্রহণ করা হয়েছে। গ্রিকদের রাজনৈতিক দর্শন আধুনিক বিশ্বের রাজনীতিবিদ ও রাষ্ট্রপরিচালকদের ওপর আজও গভীর প্রভাব ফেলে।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- The Impact of Greek Culture on Normative Judaism from the Hellenistic Period through the Middle Ages c. 330 BCE- 1250 CE
- Greek Philosophy for Kids