গণবিধ্বংসী অস্ত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গণবিধ্বংসী অস্ত্র (ইংরেজি ভাষায়: Weapon of mass destruction - WMD) দ্বারা এমন যেকোন অস্ত্রকে বোঝায় যা অনেক মানুষকে একসাথে মেরে ফেলার ক্ষমতা রাখে, যা মনুষ্য নির্মিত (দালান) বা প্রাকৃতিক (পাহাড়) কাঠামোর বিপুল ক্ষতি সাধন করে বা সাধারণভাবে জৈব মণ্ডলের বিশাল ক্ষতির কারণ হয়। বিভিন্ন ধরণের অনেক অস্ত্র এই শ্রেণীর মধ্যে পড়ে।